রবিবার, ০২ জুলাই, ২০২৩, ০৫:৪১:৩০

'আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ', পুলিশের দারস্থ দীপিকা

'আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ', পুলিশের দারস্থ দীপিকা

বিনোদন ডেস্ক: 'আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ।' পুলিশের কাছে গিয়ে এমনই অভিযোগ দায়ের করলেন দীপিকা পাড়ুকোন। ভীষণই উদ্বিগ্ন ও চিন্তিত দেখাল দিপ্পিকে। কী চমকে গেলেন তো? ভাবছেন কী আবার হল! সত্যিই চিন্তার বিষয়ই বটে।

এদিকে দীপিকা যখন থানায় অভিযোগ জানাচ্ছেন, ঠিক তখনই রণবীর সিংকে গুন্ডাদাদের পিছনে ধাওয়া করতে দেখা গেল। ঠিক বুঝলেন না তো? এটা কোনও সত্যি ঘটনা নয়, এটা রণবীর-দীপিকা জুটির কোনও আগামী প্রকল্পের ঝলক। 

রণবীর যখন গুন্ডাদের পিছনে ধাওয়া করেছেন, ঠিক তখনই দেখা গেল ফ্যামিলি ম্যানের রহস্যময় ‘চেল্লুম স্যার’কেও। আবার রাম চরণকে থানার বাইরে একজন লোক ও ত্রিশা কৃষ্ণনের পিছনে দৌড়াতে দেখা যায়। সবশেষে রণবীরকে এক ব্যক্তির সঙ্গে ভীষণই রুক্ষ্ম মেজাজে কথা বলতে দেখা গেল।

ভিডিয়োটি শেয়ার করেছেন রণবীর সিং নিজেই। লিখেছেন, ‘রহস্য উন্মোচন হচ্ছে, আরও বড় রহস্য জানতে অপেক্ষা করুন।’  ভিডিয়োর নিচে একজন লিখেছেন, 'আশাকরি এটা নতুন সিনেমা', কারোর মন্তব্য আবার দয়া করে বলবেন না এটা কোনও বিজ্ঞাপন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে