মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ১২:৩৩:১২

ব্যর্থতা ঢাকতে ভোল পালটালেন প্রভাস!

ব্যর্থতা ঢাকতে ভোল পালটালেন প্রভাস!

বিনোদন ডেস্ক: একের পর এক ছবি ফ্লপ। ‘আদিপুরুষ’ তো ডাহা ফ্লপ বক্স অফিসে। তবুও পারিশ্রমিক কিন্তু কমাচ্ছেন না দক্ষিণী তারকা প্রভাস। পর পর ছবি সইও করছেন। আর এবার দেখুন ‘আদিপুরুষে’র ব্যর্থতা ঢাকতে একেবারে অ্য়াকশন অবতারে!

মঙ্গলবারই প্রকাশ্যে এলো প্রভাসের নতুন ছবি সালার-এর ফার্স্টলুক। সাদা কালো পোস্টারে প্রভাসের হাতে ধারালো অস্ত্র। ‘আদিপুরুষে’র রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন আবার ‘বাহুবলী’। ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই। ছবিটির পরিচালক প্রশান্ত নীল।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’-এর সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল। তা পরে পালটে দেওয়া হয়। তন্ময় বসুর অভিযোগ, সেগুলি জোড়াতাপ্পি দেওয়ার মতো কাজ করা হয়েছে। আর এমন সিনেমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। 

ইতিমধ্যেই নেপালে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ ছবি নিষিদ্ধ করা হয়েছে। সে বিষয়ও এই অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমন ছবির প্রদর্শন বন্ধ হওয়া উচিত বলেও জানানো হয়েছে। ভারতের উচ্চ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে