মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ০৪:১১:৪৭

চুম্বনের দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলেন না সালমান!

চুম্বনের দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলেন না সালমান!

বিনোদন ডেস্ক: ধীরে ধীরে জমে উঠেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো বিগ বস ওটিটি। তবে এই মুহূর্তে সবার নজর আকাঙ্ক্ষা পুরী এবং জাদ হাদিদ। ইতিমধ্যে তাদের চুম্বন দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, রীতিমত এই বিষয়ে জোর তরজা। 

তবে মাত্র কয়েক সেকেন্ডের চুম্বন যে এমন ফল ভোগ করতে হবে তা কল্পনাতেও ভাবেননি আকাঙ্ক্ষা। বিগ বসে প্রতিযোগীদের নানা ধরনের টাস্ক দেওয়া হয়। আর সেই খেলাতে যেভাবেই হোক জিততে চান আকাঙ্ক্ষা! আর সেজন্যে জাদকে করে বসেন চুম্বন। আর সঙ্গে সঙ্গে সেই দৃশ্য ধরা পড়ল বিগ বসের ঘরে থাকা লুকানো ক্যামেরাতে। 

প্রায় ৩০ সেকেন্ডের চুম্বন দৃশ্য নিয়েই এখন যত কাণ্ড! আর এই ভিডিও সামনে আসতেই চরম ক্ষুব্ধ হন সলমল খান। বিগ বস ওটিটিতে তাকে দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকাতে। কিন্তু ৩০ সেকেণ্ডের ভিডিও দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেতা।

এমন কাজের জন্যে জাদকে একেবারে নানা কথা শুনিয়ে দেন সলমন। এমনকি শিক্ষা এবং সংস্কার নিয়েও কথা বলেন তিনি। এই ঘটনায় রীতিমত জাদ ভেঙে পড়েছেন! ইতিমধ্যে এমনটা যে আর কখনও হবে না স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি বিগ বস দর্শকদের কাছেও ক্ষমাও চেয়ে নিয়েছেন জাদ। 

পাশাপাশি এই ঘটনায় সলমন খানও দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তার কাজে মোটেই দুঃখিত নন আকাঙ্ক্ষা পুরী। তবে বিগ বসের ঘরে আর থাকতে চান না বলেই বারবার অনুরোধ জানিয়েছেন তিনি। আর সেই মতো সপ্তাহের শেষেই ঘর ছাড়লেন আকাঙ্ক্ষা। আগামী সপ্তাহে ঘর ছাড়তে মনোনীত করা হয়েছে জাদকে।

এবারের বিগ বস ওটিটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগী ছিলেন আকাঙ্ক্ষা! হঠাৎ করে তার বেরিয়ে যাওয়া কি চুম্বনের জন্যেই। এই জল্পনাই উঠতে শুরু করেছে। আকাঙ্ক্ষা পুরী অভিনেত্রী। হিন্দি সহ একাধিক ভাষার সিনেমাতে কাজ করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে