মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ০৫:৫৮:৫৬

বিপদ বুঝে আমি বাগানে লুকিয়ে ছিলাম: তেজস্বী প্রকাশ

বিপদ বুঝে আমি বাগানে লুকিয়ে ছিলাম: তেজস্বী প্রকাশ

বিনোদন ডেস্ক: নাম তেজস্বী প্রকাশ। অভিনেত্রীর সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। অভিনয় দক্ষতা আর ফ্যাশান সেন্সের কারণ তেজস্বী টেলিপর্দার বেশ পরিচিত মুখ। বিগ বস ১৫ বিজয়ী তিনি। এই মুহূর্তে নাগিন ৬-এ দেখা যাচ্ছে তেজস্বীকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নানান কথা খোলসা করেছেন তেজস্বী প্রকাশ। সাক্ষাৎকারে স্কুলে পড়ার সময়ই ইভ টিজিং-এর শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেছেন তেজস্বী। 

স্মৃতির পাতা থেকে তেজস্বী বলেন, ‘আমি দশম শ্রেণিতে শেষ করার পরে, আমার প্রিয় বন্ধুর সঙ্গে মিলে জগিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। জগিং শেষে আমরা চিকেন প্যাটিস খেতাম। বন্ধুর বাড়ি আগে পড়ত, তাই একদিন জগিং শেষে ও বাড়ি চলে গেল। আমিও তারপর বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেখানে দুটি ছেলে আমাকে পাশ কাটিয়ে গেল।’

তিনি বলেন, ‘তখন বাজে সকাল ৬টা, রাস্তায় তেমন ভিড় ছিল না। এরপর ওই ছেলে দুটি আবারও বাইক নিয়ে ফিরে এসে আমার পিছু নেয়। নিজেদের মধ্যে ফিসফাস করতে থাকে। আমি বিপদ বুঝে সামনে বিল্ডিংয়ের দিকে ছুটে যাই। প্রথমে গার্ড আমাকে আটকায়, তারপর ওঁকে বুঝিয়ে বাগানে গিয়ে লুকিয়ে বসি। আধঘণ্টা পড়ে বাড়ি ফিরি।’

তেজস্বী বলেন, ‘আরও একদিন আমার মনে হয়েছিল, যে বাইকের ছেলেরা আমার উপর নজর রাখছে। তাই আমি বুঝে নিজের বাড়িতে না ঢুকে বন্ধুর বাড়িতে ঢুকি। কারণ, আমার বাড়িতে শুধু আমার মা ও ভাই থাকতেন। আর বন্ধুর বাড়িতে অনেকে থাকতেন। তাই এই বুদ্ধিটা বের করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে