বুধবার, ০৫ জুলাই, ২০২৩, ০১:০৮:৫৮

এই ৫ ব্লকবাস্টার হিন্দি ওয়েব সিরিজ না দেখলে বড় মিস করেছেন

এই ৫ ব্লকবাস্টার হিন্দি ওয়েব সিরিজ না দেখলে বড় মিস করেছেন

বিনোদন ডেস্ক: ওটিটির এই যুগে সিনেমার থেকে বেশি ওয়েব সিরিজ বেশি পছন্দ করেন দর্শকরা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে সোনি লিভ, ডিজনি প্লাস হটস্টার- এই ওয়েব প্ল্যাটফর্মগুলি এখন সিনেপ্রেমী মানুষদের রোজনামচার জীবনের অংশ হয়ে উঠেছে। 

বলিউড তারকারাও আস্তে আস্তে ওটিটির দিকে ঝুঁকতে শুরু করেছেন। আর হবে নাই কেন! এখন ওয়েব সিরিজের মাধ্যমে হলিউডকেও টেক্কা দিচ্ছে ভারত। আজকের প্রতিবেদনে এমন ৫ হিন্দি সিরিজের নাম তুলে ধরা হল যা জনপ্রিয়তার নিরিখে হলিউডকেও টেক্কা দেয়।

মির্জাপুর: অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’র নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। পঙ্কজ ত্রিপাঠী, আলো ফজল, দিব্যেন্দু, বিক্রান্ত ম্যাসি অভিনীত এই সিরিজের জনপ্রিয়তা সর্বোচ্চ। এই সিরিজের জন্য দেশের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এই তারকারা। ‘মির্জাপুর’র প্রথম দুই সিজনের ব্লকবাস্টার জনপ্রিয়তার পর আপাতত তৃতীয় সিজনের অপেক্ষায় দর্শকরা।

পঞ্চায়েত: জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘পঞ্চায়েত’র নাম। নীনা গুপ্ত, রঘুবীর যাদব, জীতেন্দ্র কুমার অভিনীত এই ওয়েব সিরিজের প্রথম দুই সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। বিশেষত দ্বিতীয় সিজন প্রচণ্ড ইমোশনাল ছিল। এখন তৃতীয় সিজনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

অসুর: ‘অসুর’ ছাড়া এই তালিকা কিছুতেই সম্পূর্ণ হতো না। কয়েক দিন রিলিজ করেছে এই সিরিজের দ্বিতীয় সিজন। দীর্ঘ ৩ বছরের অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে ‘অসুর ২’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে এই ওয়েব সিরিজ। অডিয়েন্সের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে কে হবে আগামী কল্কি অবতার?

দ্য ফ্যামিলি ম্যান: মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’র নামও এই তালিকায় রয়েছে। অ্যামাজন প্রাইমের এই সিরিজে মনোজ বাজপেয়ী ছাড়াও অভিনয় করেছেন সানি হিন্দুজা, প্রিয়ামণির মতো তারকারা। প্রথম দুই সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। আপাতত তৃতীয় সিজনের অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা।

সেক্রেড গেমস: সেক্রেড গেমসে অভিনয় করেছেন সাইফ আলি খান, নাজওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠি ও রাধিকা আপ্তে। নেটফ্লিক্স এ শুরু হওয়া এই সিরিজটি বানিয়ে ছিলেন অনুরাগ কাশ্যপ। দুই খণ্ডের সেক্রেড গেমস ওয়েব সিরিজটি ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের একটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে