বুধবার, ০৫ জুলাই, ২০২৩, ০৪:০২:৩৯

সেরা ১০ পাক-সুন্দরী, যাদের রূপে মুগ্ধ গোটা দুনিয়া

সেরা ১০ পাক-সুন্দরী, যাদের রূপে মুগ্ধ গোটা দুনিয়া

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের তারকাদের প্রতি সব সময় সম্মান দেখিয়ে এসেছেন জনগণ। এই জন্য বলিউড তারকাদের মত পাকিস্তানী তারকারও ভারতে খুব জনপ্রিয়। এই তালিকায় এমন কয়েকজন পাকিস্তানি অভিনেত্রী নাম দেওয়া হল যার রূপ দেখে মুগ্ধ গোটা দুনিয়া।

মাহিরা খান: পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন। তাকে দেখা গিয়েছিল শাহরুখ খান অভিনীত রইস ছবিতে। কিন্তু তারপর পাকিস্তানি ছবি ও ধারাবাহিক এদেশে ব্যান করার পর তাকে আর ভারতীয় সিনেমা অভিনয় করতে দেখা যায়নি।

আয়েষা খান: পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন আয়েষা খান। তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘প্যায়ারে আফজল’, ‘মেরে পাস তুম হো’ মত জনপ্রিয় ধারাবাহিকে।

সজল আলি: পাকিস্তানের এই সুন্দরী অভিনেত্রীকে ভারতীয় সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে। শ্রীদেবী অভিনীত মম ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তাছাড়াও বহু পাকিস্তানি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।‌

মেহয়িস হায়াত: পাকিস্তান সিনেমা ও ধারাবাহিকের পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া হলিউডের বিখ্যাত ‘মিস মার্ভেল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। সেই ওয়েব সিরিজে কাজ করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

মায়া আলি: পাকিস্তানে ভি জে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর ‘দিয়ার-এ-দিল’ এর মত ধারাবাহিক ও পরে আলি জাফর অভিনীত জনপ্রিয় পাকিস্তান ছবি ‘তিফা ইন ট্রাবেল’-এ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

সাবা কামার: জনপ্রিয় এই অভিনেত্রী একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা ইরফান খান। জনপ্রিয় এই হিন্দি ছবিটির নাম হল ‘হিন্দি মিডিয়াম’।

মাওয়ারা হুসেন: জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ভারতীয় ছবিতে অভিনয় করে। তার অভিনীত প্রথম ছবিটির নাম হল ‘সনম তেরি কসম’।

সনম সাইদ: ফাওয়াদ খান অভিনীত ‘জিন্দেগী গুলজার হ্যায়’ এর মত ধারাবাহিক ও ‘কেক’ -এর মত জনপ্রিয় পাকিস্তানি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

হানিয়া আমির: বর্তমান সময় পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হলেন হানিয়া আমির। তার সৌন্দর্যের জন্য ভারতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। তার জনপ্রিয় ধারাবাহিক গুলির নাম হল ‘আনা’ এবং ‘ইসকিয়া’।

ইকরা আজিজ: এখন পাকিস্তানের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রী হলেন ইকরা আজিজ। অভিনেত্রীদের তার পারিশ্রমিকও সবার থেকে বেশি। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ‘শুনো চান্দা’ ও ‘রাঞ্জা রাঞ্জা কারডি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে