বিনোদন ডেস্ক: বলিউড ও দক্ষিণের একাধিক প্রোজেক্ট নিয়ে কেরিয়ারের মধ্যগগনে সামান্থা রুথ প্রভু! তবু ফিরিয়ে দিলেন প্রযোজকদের থেকে নেওয়া কাজের অ্যাডভান্স। অভিনয় থেকে বিদায় নিচ্ছেন, তেমনই ইঙ্গিত অভিনেত্রীর। জল্পনা তেমনই ইন্ডাস্ট্রিতে।
কিছুদিন আগেই শরীরে অসম্ভব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। মায়সাইটিসের চিকিৎসা চলছিল তার। যোগাভ্যাস, ওষুধে সেরে উঠছিলেন। কাজ শুরু করেছিলেন জোর কদমে। তার সাম্প্রতিক সিদ্ধান্তে মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতা ফিরে এসেছে নতুন করে।
আপাতত এক বছর নিজেকে সুস্থ করে তোলার পরিকল্পনা অভিনেত্রীর। এ বিষয়ে সামান্থার তরফে কোনও মত এখনও প্রকাশিত হয়নি। অভিনেত্রী আপাতত ব্যস্ত ‘খুশি’ নিয়ে। ছবিতে তার বিপরীতে দক্ষিণী স্টার বিজয় দেবেরাকোন্ডা। শুটিং শেষ হবে আর কিছুদিনের মধ্যেই।
ইতিমধ্যেই বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ এর কাজ শেষ করেছেন। আপাতত নতুন কাজে আর হাত দেবেন না। সুস্থ শরীরকেই আগামী এক বছর গুরুত্ব দেবেন তিনি। করবেন প্রয়োজনীয় সব রকমের চিকিৎসা। অভিনেত্রীর কাছের বন্ধুদের দাবি তেমনই। বিরতির পরে নয়া ধামাকা নিয়েই ফিরবেন সামান্থা।