বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ০১:৪৮:৪৪

কপাল ফেটে রক্তাক্ত ঋতাভরী!

কপাল ফেটে রক্তাক্ত ঋতাভরী!

বিনোদন ডেস্ক: বক্সঅফিসে ‘ফাটাফাটি’র ফাটাফাটি সাফল্যের পর ঋতাভরী চক্রবর্তী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। বুধবারই সেই ছবির শুটের নেপথ্যের কিছু মুহূর্ত শেয়ার করেন ঋতাভরী চক্রবর্তী। সেখানেই দেখা গেল রক্তাক্ত অবস্থায় অভিনেত্রীর একটি ছবি। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত!

স্বাভাবিকভাবেই কৌতূহল উঁকি দিতে পারে যে ঋতাভরীর কী হয়েছে? নায়িকার কপাল ফেটে রক্ত পড়ার এই ছবি আসলে সিনেমার একটি দৃশ্য। পরিচালক মৈনাক ভৌমিকের ছবির শুটিংয়ের জন্য গত এক মাস লন্ডনে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। সিনেমার নাম- ‘গৃহস্থ’।

এই ছবির পুরো দায়িত্বটাই নাকি তার কাঁধে। লন্ডন থেকে ফিরে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। ঋতাভরী ছাড়াও ‘গৃহস্থ’ ছবিতে রয়েছেন আরিয়ান ভৌমিক, অনুষা বিশ্বনাথন। নতুন কাজ এবং মৈনাক ভৌমিকের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী। 

ফেসবুক পোস্টে ঋতাভরী জানান, “মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবির শুটিং শেষ হল। এই সিনেমার শুটিং করতে গিয়ে মৈনাকদা এবং গোটা টিমের থেকে আমি যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার চরিত্রটা ভীষণই চ্যালেঞ্জিং। আর গোটা ছবির দায়িত্ব আমার কাঁধে। সকলে মিলে যে কাজটা আমরা করেছি, সেটা নিয়ে আমি গর্বিত।” এ

খানেই শেষ নয়! ‘গৃহস্থ’ ছবিতে ঋতাভরীর চরিত্রে যে বিশেষ চমক রয়েছে, আগেভাগেই তার ইঙ্গিত দিলেন অভিনেত্রী। নায়িকার সংযোজন, “এই সিনেমার গল্পটা ভীষণই আলাদা। আমাকে এভাবে আগে কেউ কখনও দেখেননি। আমার চরিত্রতে একটা চমক রয়েছে। দর্শকরা কবে আমাকে এভাবে দেখতে পাবেন, সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে