বিনোদন ডেস্ক: সদ্য সামনে এসেছে নবনীতা দাস ও জিতু কমলের বিবাহ বিচ্ছেদের খবর। প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন অভিনেত্রী, তাঁরা একসঙ্গে ভাল ছিলেন না। রোজের অশান্তিকে মেনে না নিয়ে দুজনে মিলেই এই সিদ্ধান্ত নেই। এখানে কোনও আক্ষেপ নেই।
তার কথায়, অনেকেই আছেন যারা নিজেদের ভাগ্য মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। গত তিন থেকে চার মাস ধরেই তারা একে অপরের সঙ্গে থাকেন না। বর্তমানে কেমন আছেন নবনীতা?
নবনীতা বলেন, এই সময়টা খুব কঠিন। এই সময়টা নিজেকে ঠিক রাখাটাই বড় বিষয়। চেষ্টা করছি ঠিক থাকার। এগিয়ে তো যেতেই হবে। কাজ নিয়েই ব্যস্ত। আজ একটু ফাঁকা, গাড়িগুলো সার্ভিসিং করাব। এখন তো সব আলাদা আলাদা। নতুন করে গোছাতে হবে। এই সময়ের লড়াইটা বড় অদ্ভুত। তুমি ভুলে থাকতে চাইলেও ভুলতে পারবে না। বিষয়টা তো আর দুজনের মধ্যে নেই।
পরবর্তীতে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এসব নিয়ে ভাবিনি। আমার বরাবরই সেভাবে বন্ধু নেই। আমি সেভাবে কখনই পার্টি করিনি। তাই এখনও বিশেষ বন্ধুর কথা ভাবিনি। কীভাবে আমি এই বিষয়টা থেকে এগোব বলতো, সারাক্ষণ তো এটা নিয়েই কথা বলে যাচ্ছি। আর বিশেষ কেউ যদি আসেও, সেও তো ভাল থাকবে না, কারণ এখন চারপাশে একটাই কথা।