বিনোদন ডেস্ক: অনুরাগ কাশ্যপকে নিয়ে অজস্র বিতর্ক। অনেকে বলেন, তিনি নাকি ভীষণ রুক্ষ, উদ্ধত। অভিনেতা অম্রুতা সুভাষ কিন্তু অন্য অনুরাগকে আবিষ্কার করেছেন। ‘সেক্রেড গেম ২’ সিরিজে অভিনয়ের সূত্রে। সিরিজে তার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল।
এই ধরনের দৃশ্যের আগে সাধারণত অভিনেতারা আড়ষ্ট থাকেন। অস্বস্তিতেও ভোগেন। পরিচালক তাই অভিনেত্রীর প্রতি শুরু থেকে সংবেদনশীল ছিলেন। তিনি সরাসরি কথা বলেছিলেন অম্রুতার সঙ্গে। জানতে চেয়েছিলেন, তার মাসের বিশেষ দিনগুলোর তারিখ। যাতে ওই দিনগুলোয় কোনও রকম ঘনিষ্ঠ দৃশ্যে তাকে অভিনয় করতে না হয়।
অম্রুতার কথায়, ‘‘অনুরাগ সোজাসুজি জানতে চেয়েছিলেন, আপনি কি মাসের বিশেষ দিনগুলোয় এই ধরনের দৃশ্য অভিনয় করতে পারবেন? যদি পারেন তা হলে জানাবেন। না হলে তারিখগুলো আগে জানিয়ে রাখলে সুবিধে হয়। প্রোডাকশন ওই দিনগুলোয় আপনাকে বিরক্ত করবে না।’’
পরিচালকের এই সংবেদনশীল আচরণে অভিভূত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পরে সাক্ষাৎকারে তিনি ভূয়সী প্রশংসা করেন অনুরাগের। জানান, পরিচালকের থেকে এরকম ব্যবহার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে পরিচালক এভাবে সমর্থন জানালে প্রত্যেক অভিনেতা স্বস্তিতে কাজ করতে পারেন।
অম্রুতাকে এর পরে কঙ্কনা সেন শর্মা পরিচালিত 'লাস্ট স্টোরিজ ২'-তে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানে তার ভূমিকা ছোট হলেও গুরুত্বপূর্ণ। এই ছবিতেও তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন।