বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ০৭:০১:০৪

প্রকাশ্যে শরিফুল রাজকে ব্যঙ্গ করলেন তিশা

প্রকাশ্যে শরিফুল রাজকে ব্যঙ্গ করলেন তিশা

বিনোদন ডেস্ক: এই কয়েক মাসে বেশ অনেক বার শিরোনামে দেখা দেখা গিয়েছে অভিনেতা শরিফুল রাজের নাম। তার ফেসবুক থেকে ছড়িয়ে পড়ে তিন নায়িকার গোপন ভিডিও। তারপর তার স্ত্রী পরীমণির সঙ্গে তার ভুল বোঝাবুঝির তরজাও প্রকাশ্যে এসেছিল।

এত ঘটনার পর রাজের কোনও হদিসই প্রায় পাওয়া যাচ্ছিল না। অন্য দিকে পরীও প্রকাশ্যে ফেসবুকের মাধ্যমে একের পর এক অভিযোগ তুলছিলেন রাজের বিরুদ্ধে। অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন রাজ। সঙ্গে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। ঈদে মুক্তি পেয়েছে তাদের নতুন ছবি ‘রক্তজবা’। 

ছবির প্রচারের কারণেই একসঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাদের। বেশ কিছু দিন আগে প্রকাশ্যে এসেছে তাদের এমনই এক ভিডিও। ‘হোয়াট এ শো’ নামক একটি ‘টক শো’-এ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তারা। সেই সাক্ষা়ৎকারে এত বিতর্কের কারণে রীতিমতো হেনস্থাও হতে হয়েছে। 

তবে সবটাই ঘটেছে মজার ছলে। পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা। কয়েক দিন আগে এই একই শো-এ এসে জানিয়েছিলেন স্বামী ফারুকির সঙ্গে তিনি ১৮ বছর সংসার করলেও এখনও পর্যন্ত কখনও তাদের গুরুগম্ভীর ঝগড়া হয়নি। যদি মতের অমিল হয়ও, তা তারা ফোনে মেসেজে যুক্তি দিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ছবির প্রচারের মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে এই ঝগড়ার প্রসঙ্গ উঠতেই রাজের সঙ্গে মজা শুরু করে তিশা। নায়িকা বলেন, “আমরা যুক্তি দিয়ে ব্যক্তিগত মেসেজে ঝগড়া করি। ফেসবুকে পোস্ট দিয়ে ঝগড়া করি না।” 

অভিনেত্রীর মুখে এ কথা শুনতেই মুখ লুকিয়েছেন রাজ। সেই শো-এর সঞ্চালকও বেশ অবাক হয়েছেন। পরী এবং রাজের সংসার প্রায় ভাঙনের মুখে। ঈদেও তাদের একসঙ্গে দেখা যায়নি। ছেলে রাজ্যকে নিয়ে ব্যস্ত পরীমণি। আলাদা থাকলেও আইনি বিচ্ছেদের কথা এখনও ঘোষণা করেননি তারকা দম্পতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে