শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ০৮:৪৬:২৭

শ্যুটিং ফ্লোরেই কান্নায় ভেঙে পড়লেন রিচা!

শ্যুটিং ফ্লোরেই কান্নায় ভেঙে পড়লেন রিচা!

বিনোদন ডেস্ক: জীবনে তাঁর এসেছে নানা ওঠা-পড়া। বহু ঘটনার সাক্ষ্মী অভিনেত্রী। হিংসার পরিমাণ কী হতে পারে বলিউড নিয়ে বিস্ফোরক রিচা। রিচা চাড্ডা বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি তাঁর সাহসী ব্যক্তিত্বের জন্য সর্বদা পরিচিত। এবং তাঁর বেশকিছু চলচ্চিত্র বাছাইয়ের জন্যই লক্ষ লক্ষ ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন। 

তিনি তাঁর দৃঢ় মতামতের জন্যও সুপরিচিত। তিনি কখনওই তাঁর মনের কথা খুলে বলতেও পিছপা হন না। ব্যক্তিগত জীবনে তিনি তাঁর ফুকরে সহ-অভিনেতা আলী ফজলকে বিয়ে করেন। এবং বর্তমানে রিচা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে বহু বাধাবিপত্তি কাটিয়ে কাজ করা সম্ভব, সেই বিষয়েও মুখ খুললেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, রিচা চাড্ডা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর সহ-অভিনেতার কঠোর প্রতিহিংসার সম্মুখীন হওয়ার বিষয়ে মুখ খুলেছেন। তাঁর শুরুর দিনগুলোর কথাও স্মরণ করেছেন অভিনেত্রী।

দুঃসময়ের মুখোমুখি​: রিচা এমনকী এও উল্লেখ করেন, কীভাবে তাঁর ছবির শ্যুটিংয়ের সময় একজন সহ-অভিনেতার সবচেয়ে খারাপ মনোভাবের মুখোমুখি হয়েছিলেন। যিনি তাঁর টিমকে এমনকী রাগ করে তাঁর সমস্ত জিনিসপত্রগুলি ফেলে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন।

গায়ে জ্বর নিয়েও কাজ: অভিনেত্রী বলেন, ‘এটা বেশ কয়েকবার হয়েছে। আসলে, আমার প্রথম ছবির সময় সত্যিই খুব খারাপ লেগেছিল। ওয়ে লাকি, লাকি ওয়েতে একটা দৃশ্য করতে কলেজ থেকে সোজা এসেছিলাম। এবং আমার ১০৩-১০৪ জ্বর ছিল। আমাকে বলা হয়েছিল যে কেউ একজন আসবেন। তাই ততক্ষণ পর্যন্ত আমি ভ্যানিটি ভ্যান ব্যবহার করতে পারি। তাই আমি প্রস্তুত হয়ে চলে গেলাম। কিন্তু, এরই মধ্যে কেউ একজন এল, তাদের কর্মীরা আমার সমস্ত জিনিসপত্র ছুড়ে ফেলে দিল।’

কোনও প্রতিযোগিতায় নেই রিচা​: একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে, রিচা চাড্ডা চলচ্চিত্র শিল্পে প্রাসঙ্গিকতা নিয়েও মুখ খুলেছিলেন। চলচ্চিত্রের বিশ্ব একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্ষেত্র হওয়া সত্ত্বেও, তিনি উল্লেখ করেছেন যে তিনি কখনওই অন্যান্য সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাননি।

​বন্ধুদের কু-পরামর্শ: ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য সেলিব্রিটিদের থেকে ভিন্ন, তাদের মধ্যে উল্লেখযোগ্য রিচা চাড্ডা। একই বিষয়ে কথা বলতে গিয়ে, রিচা বলেছিলেন যে তাঁর কেরিয়ারের প্রাথমিক দিনগুলি ভীষণ কঠিন ছিল। তিনি আরও বলেছেন যে ইন্ডাস্ট্রির কিছু সদস্য তাঁকে নতুন প্রোজেক্টে কাজ করতে নিরুৎসাহিত করেন এবং তাঁকে ভুল পরামর্শও দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে