বিনোদন ডেস্ক: কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর শরীর ভাল নেই। তার খোঁজ-খবর নিয়েছেন সায়ন্তিকা ব্যানার্জীও। পাল্টা মিষ্টি বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী নিজেও। সায়ন্তিকাকে খোলা চিঠি পাঠালেন মমতা ব্যানার্জী। আর সেই চিঠিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “স্নেহের সায়ন্তিকা আমার শরীরের খোঁজ খবর নেওয়ার জন্য আপ্লুত। তোমার এই ব্যবহার আমার খুব ভাল লেগেছে। আশা করি, তুমি খুব ভাল আছো। তোমার শরীর ভাল থাকুক। আমায় অসুস্থতার দিনে মনে রাখার জন্য ধন্যবাদ।”
মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে আবেগতারিত সায়ন্তিকা। নিজের খুশি ব্যক্ত করতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “সবসময় আপনার এই ভালবাসা এবং অভিব্যাক্তি আমার মন ছুঁয়ে যায়। আপনি ভাল থাকুন”।
যদিও, সায়ন্তিকার এই পোস্ট দেখে চোখ বাঁকিয়েছেন বেশিরভাগ। তাদের কথায়, সবটাই লোক দেখানো। আবার কেউ কেউ তো মজা নিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই নানা কথা বললেন তারা। কেউ বললেন, বেশি সঙ্গে থাকবেন না নাহলে ইডি কাছে ছলে আসবে।