শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ০৪:২২:০৭

বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর, জন্মদিনের মিলল ইঙ্গিত

বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর, জন্মদিনের মিলল ইঙ্গিত

বিনোদন ডেস্ক: তাদের প্রেম রূপকথার মতো। দাম্পত্য জীবনেও 'কাপল গোলস' দিয়ে চলেছেন তারা। এখন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সম্পর্কও বারবার আতসকাচের নীচে এসেছে। একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। 

তবে প্রতিবার যাবতীয় জল্পনাকে তুড়িতে উড়িয়েছেন তারা। কিন্তু এ বার কি সত্যিই সম্পর্কের তাল কাটল? এর আগে একটি ভিডিওতে দেখা যায়, দীপিকা গাড়ি থেকে নামছেন। তার জন্য অপেক্ষা করছেন রণবীর। 

নিজেদের পোশাক ঠিক আছে কি না, তা একবার ভাল ভাবে দেখে নেন দুই জনে। তারপর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা। এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। এরপর যা ঘটে, তাতেই একাধিক প্রশ্ন ওঠে অনুরাগীমহলে।

দীপিকার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর। কিন্তু স্বামীর দিকে তাকালেনই না অভিনেত্রী। সোজা তাকিয়ে হেঁটে গেলেন তিনি। রণবীরের হাত ধরলেন না। এর পর এগিয়ে যান রণবীরও। পাপারাৎজির জন্য যদিও একসঙ্গে পোজ দেন তারা।

বৃহস্পতিবার ছিল রণবীর সিংয়ের ৩৮তম জন্মদিন। এদিন ইন্ডাস্ট্রির লোকজন থেকে শুরু করে অনুরাগীরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু এদিন রণবীরকে শুভেচ্ছা জানাননি দীপিকা। আর তাতেই বেশ মন ভেঙেছে তার।

রণবীর সিং ভাবনানির জন্ম ১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বাইয়ে। পাকিস্তানের করাচির এক সিন্ধি পরিবারে জন্ম তার কিন্তু পরে দেশভাগের পর তারা ভারতে চলে আসেন। ২০১০ সালে তার প্রথম হিন্দি সিনেমা মুক্তি পেয়েছিল।

রণবীর যশ রাজ ফিল্মসের ব্যান্ড বাজা বারাত এর মাধ্যমে অনুষ্কা শর্মার বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বিট্টু শর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে রণবীর সিং নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গেও একটি ওয়ার্কশপ করেন।

৬ বছরের প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তাদের দাম্পত্য জীবন পাঁচ বছরের বেশি হতে গেলেও এই দম্পতির কোনও সন্তান এখনও হয়নি। তবে তাদের বিচ্ছেদের গুঞ্জনে বেশ হতাশ ভক্তকুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে