শুক্রবার, ০৭ জুলাই, ২০২৩, ০৬:১৯:০৩

ভারতে ধর্মীয় বিভেদের বিষয়ে মুখ খুললেন হুমা কুরেশি

ভারতে ধর্মীয় বিভেদের বিষয়ে মুখ খুললেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বরাবরই ঠোঁট কাটা হিসেবে পরিচিত। এর আগেও যৌ'নতা ও কা'স্টিং কা'উচের মতো বিষয়ে মুখ খুলেছেন তিনি। এবার মুখ খুললেন ধর্মীয় বিভেদের বিষয়ে। ধর্মের ভিত্তিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেরুকরণ নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যখন অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে চলচ্চিত্রে মেরুকরণ বিদ্যমান কি না, তখন একটু যেন অসন্তুষ্টই হন তিনি। জবাবে হুমা বলেন, “আজকাল এই কথাগুলো শুনছি, আমি জানি না এই প্রশ্নগুলো কেন উঠছে।” 

যখন প্রশ্নকারী তাকে বলেন, ‘এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাকে সেখানকার মিডিয়া ভারতের মুসলিম অধিকার রক্ষার বিষয়ে প্রশ্ন করে। আপনি কি মনে করেন এটি সঠিক প্রশ্ন ছিল?’ 

জবাবে হুমা বেশ গুছিয়েই উত্তর দেন। তিনি বলেন, “আমি কখনোই বুঝতে পারিনি যে আমি মুসলিম এবং আমি আলাদা। আমি ভারতীয় মুসলিম তবে আলাদা নই। আমার বাবা একটি রেস্তোরাঁ চালাচ্ছেন, দিল্লির সেলিম কৈলাশ কলোনিতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি নিজেকে কখনও আলাদা অনুভব করিনি।”

তিনি বলেন, তবে অন্য লোকেরা আমার থেকে আলাদা অনুভব করতেই পারে। আমি মনে করি, প্রশ্ন ওঠা উচিত এবং প্রতিটি সরকারেরই সেটা নিয়ে উত্তর দেওয়া উচিত।” হুমার সাক্ষাৎকারের সেই এই ভিডিও ক্লিপটি এখন ভাইরাল। ভিডিওটি দেখে হুমার বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘একেবারে খেলে দিয়েছে হুমা কুরেশি’।

অপর এক ভক্ত লিখেছেন, ‘খুব বুদ্ধিমানের মতো জবাব। হুমা, তাপসীরা বুঝিয়ে দেয় সব নায়িকা মোটামাথা হয় না।’ অন্য একজন লিখেছেন, ‘ভারতের মতো নিরাপদ দেশ খুব কম আছে। যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝবে ততই মঙ্গল।’

এই মুহূর্তে ‘তরলা’র প্রচারে ব্যস্ত রয়েছেন হুমা। জি ফাইভে প্রচারিত হচ্ছে এটি । ভারতের নারী শেফ তরলা দালালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘তরলা’ পরিচালনা করেছেন পীযূষ গুপ্তা এবং প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে