শনিবার, ০৮ জুলাই, ২০২৩, ১০:২৯:৩২

লাল বেনারসী পরে বাইক চালাচ্ছেন 'লেডি ডন'

লাল বেনারসী পরে বাইক চালাচ্ছেন 'লেডি ডন'

বিনোদন ডেস্ক: একেবারে ‘ধুম মচালে’ মেজাজে রয়েছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। লাল বেনারসী পরেই চেপে বসেছেন বাইকে। কোমরে আঁচল গুজে চালাচ্ছেন দু-চাকার গাড়ি। কিছুদিন আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন। আবহাওয়ার পরিবর্তনের জেরে ইনফেকশন হয়ে গিয়েছিল। ছুটতে হয়েছিল ডাক্তারের কাছে। 

তবে এখন একেবারে চাঙ্গা অভিনেত্রী। তা এই বাইক সফর দেখলেই বোঝা যায়। প্রথমে সাইকেল চালাচ্ছিলেন অভিনেত্রী। তারপর হাতের ইশারায় হয়ে যায় স্থান-কাল বদল। দেখা যায় বেনারসী শাড়ি পরে একেবারে কনে সেজে বাইক চালাচ্ছেন ঋত্বিকা। লাল বেনারসী পরে বাইক চালাচ্ছেন 'লেডি ডন'।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ ছবিতে তিনি নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর ‘চ্যালেঞ্জ ২’, ‘বরবাদ’, ‘আর্শিনগর’-এর মতো সিনেমা অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। কিছুদিন আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘অভিশপ্ত’ ওয়েব সিরিজে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে