বিনোদন ডেস্ক: আগস্টেই মুক্তি পাচ্ছে সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে ছবির একটি গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সেই দেখেই চোখ কপালে উঠেছে সমালোচকদের। ৬ জুলাই মুক্তি পেয়েছে ‘জেলার’ ছবির ‘কাভালা’ গানটি।
সেখানে তামান্নার লাস্যময়ী নাচের ভঙ্গিতে কুপোকাত অনুরাগীরা। সেই গানেরই একটি অংশে ‘হুকস্টেপে’ অভিনেত্রীর সঙ্গে নিজস্ব ভঙ্গিতে পা মিলিয়েছেন রজনীকান্ত। অনেকেই তার এই ম্যাজিকে মুগ্ধ হয়েছেন। আবার সমালোচকরা তাকে বয়স নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।
টুইটে এক ব্যক্তি জানিয়েছেন ‘কালা’, ও ‘কাবালি’ ছবি দেখার পরে অনেকেই মনে করেছেন অভিনেতা এবার বয়সের সঙ্গে মানানসই চরিত্রেই শুধু অভিনয় করবেন। একঘেঁয়ে নাচ আর অ্যাকশন থেকে বেরিয়ে অন্য কিছু ভাববেন। তবে রজনীকান্ত মানেই ছবি হিট। ছবির ব্যবসা বাড়াতে বেশি পরিশ্রম করতে হবে না।
অনেকেই আবার কটাক্ষ করেছেন তামন্নার সঙ্গে তার চল্লিশ বছরের ফারাক নিয়ে। তবে অভিনেতার পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ ছবিটিতে অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১০ আগস্ট।