শনিবার, ০৮ জুলাই, ২০২৩, ০৪:০২:২৭

বারবার মানা করলেও লেডি গাগাকে জোর করতে থাকেন শাহরুখ!

বারবার মানা করলেও লেডি গাগাকে জোর করতে থাকেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: তার ব্যক্তিত্ব বরাবরই মন জয় করেছে নারীদের। ৫৮ বছর বয়সে এখনও তিনি মহিলাদের ‘হার্টথ্রব’। মহিলাদের প্রতি তার ব্যবহারের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। এ বার শাহরুখকে নিয়ে নিন্দা গায়িকা লেডি গাগার প্রতি তাঁর ব্যবহারের কারণে। 

বার বার মানা করছেন গায়িকা, তবু কথা শোনেননি শাহরুখ। বাদশার এমন আচরণে অবাক নেটপাড়ায়। ঠিক কী হয়েছিল? ২০১১ সালে ভারতে আসেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা। সেই সময় এক সাক্ষাৎকারে এক সোফায় দেখা যায় গাগা ও শাহরুখ খানকে। 

সেখানে হাসিঠাট্টা করছিলেন তারা। এমনিই শাহরুখ তার হাস্যরস ও বুদ্ধিমত্তার কারণে বার বার প্রশংসিত হয়েছেন। তবে গাগার ক্ষেত্রে যেন ঘটনাটা উল্টো হয়ে গেল। হঠাৎ করেই গাগা-শাহরুখের সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রথম থেকেই গাগার চায়ের কাপ নিতে চান শাহরুখ, এড়িয়ে যান গায়িকা। 

তারপর মজা করতে করতে শাহরুখ কথা প্রসঙ্গে বলেন, ‘‘হয়তো আপনার কাছে টাকা নেই, শপিং করতে পারছেন না, আমি আমার এই দামি ঘড়ি আপনাকে উপহার দিতে চাই।” যদিও ঘটনাটা একেবারেই মজার ছলে নেননি গাগা। বারবার না করতে থাকেন গায়িকা। 

প্রত্যাখান করেন অভিনেতাকে। কিন্তু খানিকটা তার স্বভাবের বিপরীতে হেঁটেই গাগাকে জোর করতে থাকেন তিনি। তার হাত টেনে ঘড়িটা পরিয়ে দিতে চাইলে গাগা বলেন, ‘‘তুমি তোমার অনুরাগীদের দিয়ে দাও।’’ সোফার যে প্রান্তে শাহরুখ বসেছিলেন সেটা ছেড়ে প্রায় গাগার অনেকটা কাছাকাছি চলে আসেন। তাতেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা।

এই ভিডিয়ো ভাইরাল হতেই অভিনেতার এই ব্যবহারের সমলোচিত হয় নেটপাড়ায়। কেউ লিখেছেন, ‘‘না মানে না।’’ কারও কথায়, ‘‘এই ব্যবহার অন্য কেউ করলে লাঞ্ছিত করা হত তাঁকে।’’ কেউ বলেছেন, ‘‘উনি প্রায় ওঁর উপর ঝাঁপিয়ে পড়েন, এটা ঠিক নয়।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে