শনিবার, ০৮ জুলাই, ২০২৩, ০৪:১৮:১৮

সাফল্যের মুখ দেখছে না সিনেমা, অথচ বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কার্তিক!

সাফল্যের মুখ দেখছে না সিনেমা, অথচ বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কার্তিক!

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানে ছবি ‘সত্য প্রেম কি কথা’। ছবি যে বিরাট সাফল্য পেয়েছে তেমনটা নয় তবে ব্যর্থ বলা যায় না। কোনও মতে উতরে গিয়েছে এই ছবি। ভুল ভুলাইয়া ২-এর পর কার্তিকের আর কোনও ছবি সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। 

তবে কাজের কমতি নেই। একের পর এক ছবি সই করছেন তিনি। তাই মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেতা। এই নতুন আস্তানা কিনতে কত টাকা খরচ হল কার্তিকের? জানলে বিস্মিত হতে পারেন। মায়ের জন্য প্রায় ১৭.৫০ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনলেন অভিনেতা। 

মুম্বাইয়ের জুহুর সিদ্ধি বিনায়ক আবাসন, যেখানে বর্তমানে অভিনেতা থাকেন সেখানেই সাত তলায় নতুন এই ফ্ল্যাট কিনলেন কার্তিক। ৩০ জুন এই ফ্ল্যাটের নিবন্ধকরণ করা হয়। তব ফ্ল্যাটটি কার্তিক নাকি তার মায়ের নামে কেনা সেটা জানা যায়নি। প্রায় ১৫০০ স্কোয়ার ফুটেই এই ফ্ল্যাট জুহু চত্বরের অন্যতম বিলাসবহুল বলেই পরিচিত রয়েছে।

এক যুগ আগে বলিউডে অভিনয় শুরু করেন তিনি। তাঁর প্রথম ছবি ‘প্যায়ার কা পঞ্চনামা’ (২০১১) ছিল একটি রোমান্টিক-কমেডি। তারপর নানা ধরনের ছবি করেছেন অভিনেতা। ‘ফ্রেডি’র মতো মনস্তাত্ত্বিক থ্রিলার হোক, বা ‘ভুল ভুলাইয়া ২’-এর মতো ভৌতিক কমেডি, অথবা ‘ধামাকা’-র মতো থ্রিলার ড্রামা, তার কাজ বাহবা পেয়েছে সব ক্ষেত্রেই। 

‘প্যায়ার কা পঞ্চনামা’ থেকে ‘সোনু কে টিটু কি সুইটি’ অবধি এই দীর্ঘ সাত বছর ছিল কার্তিকের কেরিয়ারের সবচেয়ে বড় কঠিন সংগ্রামের সময়। এখন হাতে একগুচ্ছ কাজ অভিনেতার। প্রস্তাব আসতেই থাকে। অন্য ধারার ছবি করতে চান অভিনেতা। তবে ছবিতে বিনোদনমূল্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন অভিনেতা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে