রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ১০:৪৮:৩৩

বিকিনিতে নীল জলে আগুন লাগালেন শ্রাবন্তী

বিকিনিতে নীল জলে আগুন লাগালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: বিতর্ক আর তিনি যেন সমার্থক। অভিনেত্রী হিসাবে একাধিক সাফল্যের নজির গড়লেও তার ব্যক্তিজীবন নিয়েই যেন চর্চা বেশি। তবে শ্রাবন্তী চ্যাটার্জী বাঁচেন নিজের শর্তে। চেনা ছক ভেঙে একেবারে অন্য ভাবে ধরা দিলেন শ্রাবন্তী। 

বিকিনি পরে পুলের স্বচ্ছ নীল জলে লেন্সবন্দি হলেন। পর্দার 'পাশের বাড়ির মেয়ে'-র ভোলবদলে বুঁদ তার অনুরাগীরা। কচি কলাপাতা রঙের বিকিনি, তার সঙ্গে প্রিন্টেড শ্রাগ। খোলামেলা পোশাকেও সাবলীল শ্রাবন্তী। অল্প মেকআপ, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লিখেছেন, 'নতুন কিছু শেখো। নতুন কিছু করার চেষ্টা করো। নিজেকে বোঝাও যে, আটকে থাকার মতো তোমার কোনও গণ্ডি নেই।' শ্রাবন্তীকে দেখে মুগ্ধ তার সহকর্মীরাও। অভিনেত্রীর প্রশংসা করেছেন শুভশ্রী, মৌনী রায়, মিমি চক্রবর্তী এবং সৌমিতৃষা কুণ্ডুর মতো তারকারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে