রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ১০:৫৬:২০

ক্রিকেটার আশরাফুল-পরীমণির যে ঘটনা নিয়ে তোলপাড়!

ক্রিকেটার আশরাফুল-পরীমণির যে ঘটনা নিয়ে তোলপাড়!

বিনোদন ডেস্ক : ঈদুল আজহা শেষ হয়ে গেলেও উৎসবের আমেজ যেন এখনও রয়ে গেছে। একই সঙ্গে টেলিভিশনগুলোতে নতুন মাত্রা যোগ করেছে তারকাদের ঈদ আড্ডা।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডার আয়োজনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেন ক্রিকেটার আশরাফুল। আর এই ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়!

অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক আশরাফুলের কাছে জানতে চান, আপনি কখনও মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন? জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, না আমি কখনও মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। কিন্তু প্রেমের প্রস্তাব কখনও দেওয়া হয়নি। আর আমার স্ত্রীর সঙ্গেও পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে।

এ সময় আশরাফুলকে মঞ্চে দাঁড়িয়ে পরীমণিকে প্রেমের প্রস্তাব দেওয়ার অনুরোধ জানান সঞ্চালক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমণিকে মঞ্চের সামনে আসতে বলেন।

অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যায়, পরীমণি মঞ্চের সামনে এলে আশরাফুল বলেন, ভালো আছেন? জবাবে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি। এরপর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো, আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। তখন পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।

এ সময় উপস্থাপক পরীমণিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে চিত্রনায়িকা বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাবও দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে