বিনোদন ডেস্ক: মেয়ে বড় হচ্ছে। খেয়াল করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি? প্রশ্ন তুললেন তার ‘প্রাক্তন’ আলিয়া সিদ্দিকি। সম্প্রতি, অভিনেতার আত্মজীবনী নিয়ে সরব তিনি। আত্মজীবনী মানেই সত্যি ঘটনা কবুল। সেটাই করেছেন নওয়াজ। নিজের বর্ণময় প্রেমজীবনের কথা খোলাখুলি বলেছেন। তাতেই ঘোর আপত্তি।
আলিয়ার কটাক্ষ, মেয়ে বড় হচ্ছে। এসব জানলে বাবা সম্পর্কে তার কী ধারণা হবে? সে সব না ভেবেই এসব কী করছেন তার প্রাক্তন স্বামী? ভারতে ব'হুগা'মি'তা, প'রকী'য়া নিয়ে এখনও রাখঢাক। এই ধরনের মানসিকতা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
সন্তান যদি বড় হয়ে শোনে, তার মা বা বাবা বহু সম্পর্কে জড়িয়েছিলেন, ভাল লাগে না তার। এই দিকটাই দেখাতে চেয়েছেন আলিয়া। আর নওয়াজ ‘অ্যান অর্ডিনারি লাইফ’-এ ঠিক উল্টো পথেই হেঁটেছেন। তিনি ফাঁস করেছেন, কার কার সঙ্গে তার ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল!
এখানেই আপত্তি ‘বিগ বস ওটিটি ২’-এর প্রাক্তন প্রতিযোগিনীর। তার কথায়, ‘‘প্রত্যেকের নিজের সম্মান আছে। তিন সন্তানের মা হিসাবে আমার রয়েছে। যাদের নাম নওয়াজ নিয়েছেন তাদের রয়েছে। এবং নওয়াজের নিজেরও রয়েছে। সে সব কী করে ভুলে গেলেন তিনি?’’
উদাহরণ হিসেবে নীহারিকা সিং, সুনিতা রাজওয়ারের কথা বলেন। আলিয়ার যুক্তি, ‘‘এঁরা প্রত্যেকে নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। মানুষ হিসেবেও ভীষণ ভাল। নওয়াজ কেন নাম নিয়ে তাদের জীবন নষ্ট করছেন! উনি কি নিজেকে মহান দেখাতে চাইছেন? সেটা কিন্তু হচ্ছে না। এই আচরণ খুব নীচু মানসিকতার পরিচায়ক।’’
আলিয়ার মতে, নারী-পুরুষের জীবনে একাধিক সম্পর্ক তৈরি হতেই পারে। তাকে আড়ালে রাখাই বাঞ্ছনীয়। সুশিক্ষার লক্ষ্মণ। কাউকে সম্মান করতে না পারলে অসম্মান করার অধিকারও নেই, মত নওয়াজের প্রাক্তনের।