রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ০২:৪৪:৫৩

আমি একাই থাকি, ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে: নীতু কাপুর

আমি একাই থাকি, ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে: নীতু কাপুর

বিনোদন ডেস্ক: স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর থেকে একাই থাকেন নীতু। ছেলে রণবীর তার স্ত্রী আলিয়া ও মেয়েকে নিয়ে আলাদা থাকেন। আর মেয়ে ঋদ্ধিমা বিয়ের পর থেকেই থাকেন দিল্লিতে। সন্তানদের সঙ্গে না থেকে একা কেন থাকেন? সম্প্রতি সে বিষয়েই মুখ খুলেছেন নীতু কাপুর।

ফিল্মফেয়ারের সঙ্গে কথা বলার সময়, নীতু কাপুর বলেন, 'আমি চাই ওরা ওদের জীবন নিয়ে ব্যস্ত থাকুক। আমি বলি, মেরে দিল মে রহো, মেরে সর পে মাত চড়ো (আমার হৃদয়ে থেকো, আমার মাথায় না)। যখন ঋদ্ধিমা আমার সঙ্গে ছিলেন। ম'হামা'রীর জন্য দিল্লি ফিরে যেতে পারেনি, ওই এক বছর ধরে খুব চাপে ছিলাম।' 

রণবীরের মা আরও বলেন, 'আমি খুব অস্থির হয়ে পড়তাম। আমি রিদ্ধিমাকে বলতাম ফিরে যাও, ভরত একা। আমি আক্ষরিক অর্থেই তাকে দূরে ঠেলে দিচ্ছিলাম। গোপনীয়তা ও একাকীত্বই আমার প্রিয়। আমি এই জীবনযাত্রায় অভ্যস্ত।'

নীতু বলেন, 'ওদেরকে ওদের মতো করেই জীবনে চলতে হবে। ওরা আমার কাছে এলে আমি খুশি হই, কিন্তু আমি চাই ওরা ওদের বাড়িতে ফিরে যাক এবং সেটেল হোক। আমি শুধু একটা কথা বলি, প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে হবে না, কিন্তু নিয়মিত যোগাযোগটা রাখো।’

প্রসঙ্গত, বহুবছর পর 'যুগ যুগ জিও' ছবির হাত ধরে ফের পর্দায় ফিরেছেন নীতু কাপুর। ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর থেকে সিনেমার পর্দা থেকে দূরেই ছিলেন তিনি। এদিকে সম্প্রতি মা নীতুর জন্মদিন উদযাপন করতে তাকে নিয়ে ইতালি গিয়েছেন রণবীর-ঋদ্ধিমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে