রবিবার, ০৯ জুলাই, ২০২৩, ০৬:০৩:২৭

দামি গাড়িতে নয়, স্ত্রীকে নিয়ে ইজিবাইকে ঘুরলেন জিৎ!

দামি গাড়িতে নয়, স্ত্রীকে নিয়ে ইজিবাইকে ঘুরলেন জিৎ!

বিনোদন ডেস্ক: তারকা দামি গাড়িতে চড়বেন। বিলাসবহুল বাড়িতে থাকবেন। এমন ছবিই দর্শকের মনে গেঁথে থাকে। তবে ইদানীং অবশ্য সেই ধারা বদলাচ্ছে। সারা আলি খান, টুইঙ্কল খান্না, হেমা মালিনীদের মতো বলিউড অভিনেতাদের দেখা গিয়েছে মুম্বাইয়ের অটো, মেট্রোয় চড়তে। 

পশ্চিমবঙ্গে অবশ্য প্রথম সারির নায়ক-নায়িকাদের গণপরিবহনে দেখা পাওয়া মুশকিল। নিজেদের নতুন কাজের প্রচারে কেউ কেউ অবশ্য গণপরিবহনের সাহায্য নিয়ে থাকেন। তবে এবার অন্য ছবিও প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে অভিনেতা জিৎ এবং তার স্ত্রী মোহনার একটি ভিডিও। জিতের পরনে রয়েছে সাদা পাঠান সুট। অন্য দিকে তার স্ত্রীর পরনে শোভা পাচ্ছে সালোয়ার সুট। পাশাপাশি বসে ইজিবাইকে করে যাচ্ছেন নায়ক, যা দেখে ভক্তেরা খুবই অবাক। 

তবে বোঝা যাচ্ছে এই ভিডিয়ো কলকাতার রাস্তায় তোলা হয়নি। সম্প্রতি সপরিবারে অমৃতসর গিয়েছিলেন জিৎ। যদিও সেই ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে মুছে দেওয়া হয়েছে। স্বর্ণমন্দিরের সামনে তোলা নায়কের ছবিও দেখেছেন অনুরাগীরা। 

সেখানেই সস্ত্রীক ইজিবাইকে চেপে ঘুরলেন জিৎ। এই মুহূর্তে নায়ক অবশ্য নিজেকে শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ রাখেননি। বাংলা নববর্ষের আগে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ছবি ‘চেঙ্গিজ়’। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

এই মুহূর্তে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত জিৎ। অভিনয়ের পাশাপাশি একের পর এক ছবি প্রযোজনাও করছেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে পরিচালক সৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘বুমেরাং’। এই ছবিতে জিতের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে