বিনোদন ডেস্ক: ‘ত্রিনয়নী’ থেকে তাদের প্রেমের পথ চলা শুরু হয়েছিল। ৯ জুলাই জীবনের নয়া ইনিংস শুরু করলেন। শ্রুতি দাস তার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেড করে দিয়েছেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে নিয়েছেন সমাদ্দার।
অফিসিয়ালি শিলমোহর পড়ল। সোমবার ভোর রাতে শ্রুতির ফেসবুকে হঠাৎ পোস্ট, ‘মিস থেকে মিসেস হলাম’। বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। রবিবার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রুতি-স্বর্ণেন্দু দুজনেই।
কেবল 'জাস্ট ম্যারেড'-এর একটি কেকের ছবি পোস্ট করে সকলকে খুশির খবর দিলেন তারা। তাদের প্রেমে মুখর স্টুডিও পাড়া। এর আগেও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। তবে এবার একেবারে চুপচাপ কাউকে না জানিয়ে বিয়ে সেরে ফেললেন শ্রুতি ও স্বর্ণেন্দু।
৮ জুলাই জীবনের এক রঙিন অধ্যায়ের শুভ সূচনা করলেন এই সেলেব দম্পতি। শ্রুতি জানিয়েছে, পরিবার ও কিছু ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই বিয়েটা সারতে চেয়েছিলেন তারা। এটা তাদের দুজনের কাছেই বিশেষ মূহুর্ত। বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার সেই সম্পর্ককে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে হয়েছে।
শ্রুতি আরও বলেন, 'আমরা দুজনেই রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটা ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। সে কারণেই পরিবারের মানুষজন ও খুব কাছের কিছু অতিথিরা নিমন্ত্রিত ছিল।' স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ত্রিনয়নী সিরিয়ালের মাধ্যমেই শ্রুতি ও পরিচালকের পরিচয় হয়।
শ্রুতি এই সিরিয়াল দিয়েই ডেবিউ করেন টেলি দুনিয়ায়। নিজেদের প্রেম কাহিনি নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি শ্রুতি বা স্বর্ণেন্দু কেউ। বিয়ের আগে বেশকিছু রিয়্যালিটি শো-তেও একসঙ্গে দেখা গিয়েছে শ্রুতি-স্বর্ণেন্দুকে। তাদের বয়সের ফারাক নিয়ে কথা উঠলেও তাতে বিশেষ পাত্তা দেননি এই জুটি।
গত ৯ জুলাই কলকাতার টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তারা। বয়সের ফারাক নিয়ে শ্রুতি বলেন, আমার মা-বাবার ১১ বছরের বয়সের পার্থক্য। তাও তারা সংসার করছে, এক বাচ্চার মা-বাবা হয়ে গেছে। আমার বিশ্বাস আমরাও পারব। মেসেজ একটাই! সবার কথা অনুযায়ী, 'বুড়ো বর' নিয়েই আমি সুখী।