বিনোদন ডেস্ক: সালমান খানের পুরনো প্রেম নিয়ে বিতর্কের কোনো অন্ত নেই। তবে তার মধ্যে কার্যত সবচেয়ে বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী সোমি আলি। আবারও প্রাক্তনের নামে ক্ষোভ প্রকাশ করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা।
ইনস্টাগ্রামে সালমানকে ইঙ্গিত করে শেয়ার করেছেন লম্বা এক পোস্ট। তবে এবার শুধু ভাইজান একা নন, সোমির সমালোচনার তীরে বিদ্ধ হলেন সালমানের বন্ধুরাও। সোমি তার পোস্টে সালমান খান, সুভাষ ঘাই, জিয়া খানের নাম জুড়েছেন হ্যাশট্যাগে।
সোমি ইনস্টাগ্রামে নিজের কতগুলো ছবি শেয়ার করে লিখলেন, এই পোস্টের পর তার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠবে। কেউ কেউ পোস্ট মুছে দেওয়ার কথাও বলবে। তবে তিনি সত্যি কথাই বলবেন।
লিখলেন, ‘আমাকে পোস্টগুলো সরিয়ে নিতে বলা হবে। আমার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলবে কেউ কেউ। আমার মদ্যপানের সমস্যা নিয়ে কটাক্ষ হবে। তবুও আমি প্রতিবাদ চালিয়ে যাব, কারণ আপনাদের এসব অপমানের মধ্য দিয়ে যেতে হয়নি, অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়নি।’
সুমি লিখেছেন, ‘পাশে কেউ ছিল না, কারণ তুমি যার বিরুদ্ধে অভিযোগ তুলছ সে সুপারস্টার। আপনি তার বন্ধু। তিনি আপনার ক্যারিয়ার যেমন তৈরি করতে পারেন, তেমন ভেঙেও দিতে পারেন। আপনি আপনার বন্ধুদের বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন তারা আপনার পক্ষ নেবে, তারা আপনার অবস্থা সব জানত, কখনো নিজের চোখেও প্রত্যক্ষ করেছে। কিন্তু তা হয়নি।’