মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১০:২৬:৩১

১১ বছর বয়সেই পারিশ্রমিক ১ কোটি, জানেন কে এই সিতারা?

১১ বছর বয়সেই পারিশ্রমিক ১ কোটি, জানেন কে এই সিতারা?

বিনোদন ডেস্ক: নাম সিতারা, বয়স ১১ বছর। এই বয়সেই তার জনপ্রিয়তা কোনও সুপারস্টারের থেকে কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তার নামেই লঞ্চ করেছে তাদের নয়া কালেকশন।

গয়নার সেই নয়া কালেকশনের নাম সিতারা কালেকশন। সেই বিজ্ঞাপনের মডেল হিসাবেও শ্যুট করেছেন সিতারা। জানা যায় যে এই বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকা নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নয়া রেকর্ডও গড়েছে সে।

সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা। সিতারা হলেন দক্ষিনের সুপারস্টার মহেশবাবু ও নব্ব্ইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। 

খুদে এই মডেল আসলে দক্ষিণের সুপারস্টারের মেয়ে।  সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা যায় তাকে যে বিজ্ঞাপনের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ১ কোটি টাকা। মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে