মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১০:৪২:৩১

অনুপমের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে গোপন বিয়ে, মুখ খুললেন পরমব্রত

অনুপমের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে গোপন বিয়ে, মুখ খুললেন পরমব্রত

বিনোদন ডেস্ক: চুপিসাড়ে শহর থেকে দূরে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রবিবার রাতে এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যায় যে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছেন পরমব্রত।

মুম্বাইয়ে বিয়ে করেন তারা, এই খবরই ছড়িয়ে পড়ে হাওয়ার গতিতে। অনুপম রায়ের বিচ্ছেদের সময়েও তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছিল পরমব্রতের নাম। এবার গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিয়ে করেছেন তারা। সোমবার এই বিষয়ে মুখ খোলেন পরমব্রত।

পিয়ার সঙ্গে বিয়ে প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘হ্যাঁ আমি এক একটা শহরে এক একটা করে বিয়ে করেছি। একটা নয়, লন্ডন, ঢাকা, মুম্বাই, কলকাতা চারটে বিয়ে করেছি। আর একটা দুটো নয়, অনেক নামও রয়েছে সঙ্গে। চারটে শহর, চারটে বিয়ে, চারটে সম্প্রদায় সবমিলিয়ে ভরা সংসার। শুধুই কি বিয়ে! খরচও বেড়ে গিয়েছে অনেক। এটা নিয়েও তাই খানিক চিন্তাভাবনা করছি।’

তবে এই প্রথম নয়, এর আগেও পরমব্রত বিয়ের খবর ছড়িয়েছে বহুবার। কখনও কখনও এই গুজবে বিরক্ত হলেও এবার অবশ্য সেই গুজব নিয়ে মজাই করেন তিনি। অনুপম রায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণা করার পরেই তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে আসে পরমব্রতের নাম। 

শোনা যায় যে পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া। তবে সে বিষয়ে মুখ খোলেননি তিন জনের কেউই। বেশ অনেক বছর ধরেই বিদেশিনী ইকার সঙ্গে সম্পর্কে ছিলেন পরমব্রত। দেশে বিদেশে একসঙ্গে থাকতেনও তারা। তবে কিছু বছর আগে সেই সম্পর্কেও ভাঙন ধরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে