মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ০৪:২১:২৮

ওটিটিতে সাহসী দৃশ্যে কাজ করা নিয়ে যা বললেন নার্গিস ফাকরি

ওটিটিতে সাহসী দৃশ্যে কাজ করা নিয়ে যা বললেন নার্গিস ফাকরি

বিনোদন ডেস্ক: গত এক বছরে একে একে বহু অভিনেতা-অভিনেত্রীর ওটিটিতে অভিষেক হয়েছে। সেই তালিকাতে এবার নাম লেখালেন অভিনেত্রী নার্গিস ফাকরি। টাটলুবাজ ওয়েব সিরিজে অভিনয় করছেনে তিনি। যার ফলে তার কাছে এখন ওটিটির দরজাও খুলে গেল।

তিনি নিজে ওটিটিতে কাজ করার জন্য প্রস্তুত। অনেকেই রয়েছেন, যাঁরা বড় পর্দায় কাজ করার পাশাপাশি ওটিটি-তে কাজ করাকে এড়িয়ে যান। কিন্তু নার্গিস ফাকরি মোটেও তেমন সিদ্ধান্ত নিলেন না। তিনি ওটিটিতে কাজ করতে আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়ে দিলেন তিনি। 

বলিউডে সেভাবে জায়গা করতে পারেননি নার্গিস। কয়েকটি ছবির কাজ করেই তিনি রীতিমত চর্চার কেন্দ্রে জায়গাও করে নিয়েছিলেন। তবে সেভাবে আর ডাক আসেনি তার কাছে। এবার টিটিতে সাহসী দৃশ্যে কাজ করা নিয়ে যা বললেন নার্গিস ফাকরি।

তবে ওটিটির চিত্রনাট্য মানেই তা যথেষ্ট চ্যালেঞ্জে। অনেক বেশি সাহসী। সেই কারণেও অনেকে ওটিটির চরিত্র গ্রহণ করতে দুইবার ভেবে থাকেন। তবে নার্গিস এই প্রসঙ্গে কোনও রাখ ঢাক না করেই নিজের মন্তব্য স্পষ্ট জানিয়ে দিলেন। 

তার কথায়, তিনি পুরো ন'গ্ন হতে পারবেন না। তবে স'মকা'মী চরিত্রে অভিনয় করতে কোনও সম'স্যা নেই তার। এখানেই শেষ নয়, তিনি ছবি প্রসঙ্গেও মুখ খোলেন। সাফ জানিয়ে দেন এদিন তিনি, ছবি তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। ছবি তাকে সেই জায়গা করে দিতে পারেনি। তাই এবার তিনি তার ভাগ্য যাচাই করে দেখতে চান ওটিটিতে।

ওটিটির বিষয়বস্তু নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন বর্তমান। ওটিটিতে যে ধরনের কাজ দেখানো হয়, তা অনেকেই এখনও খোলা মনে গ্রহণ করতে পারেননি। সেই কারণেই ওটিটি নিয়ে এখনও মনে প্রশ্ন থেকে গিয়েছে অনেকের। 

সেই বিষয় মন্তব্য করে নার্গিস জানান, দর্শক কী দেখবেন, কী দেখবেন না, তা স্থির করবেন দর্শকেরাই। ওটিটিতে যে কেবল যৌ'ন'তা এমন তো নয়, এমন অনেক গল্প, কাহিনি তুলে ধরা যায়, যা অনেক বেশি চ্যালেঞ্জে। বিস্তারে একটি গল্পকে বোনা যায়। ফলে ওটিটিকে মোটেও পিছিয়ে রাখার কথা ভাবছেন না অভিনেত্রী নার্গিস। 

বরং তিনি নিজেকে তৈরি করছেন ওটিটি চিত্রনাট্যের জন্যই বলে জানিয়ে দেন। ২০১১ সালের বলিউডি চলচ্চিত্র রকস্টার অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন নার্গিস। নার্গিস ১৯৭৯ সালের ২০ অক্টোবর তারিখে নিউইয়র্ক এর কুইন্স সিটিতে পাকিস্তানি পিতা মোহাম্মদ ফাখরি ও চেক মাতা মারিও ফাখরির ঘরে জন্মগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে