মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ০৯:১৪:৪২

পূর্ণিমাকে বিশেষ বার্তা পাঠালেন নায়ক ফেরদৌস

পূর্ণিমাকে বিশেষ বার্তা পাঠালেন নায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক : পূর্ণিমাকে বিশেষ বার্তা পাঠান ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস। পূর্ণিমার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। যে বার্তায় ফেরদৌস বললেন, তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু। 

মঙ্গলবার পূর্ণিমার জন্মদিন। এ বার্তায় বিশেষ দিন উদযাপন করেন বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক। তার মোবাইল ফোনে নাকি পূর্ণিমার সঙ্গে সবচেয়ে বেশি ছবি সংরক্ষিত। সিনেমা থেকে উপস্থাপনা, দুজনে একসঙ্গে অনেক কাজ করেছেন।

ফেরদৌস বললেন, আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি।  শেষে পূর্ণিমার প্রতি ফেরদৌসের আহ্বান, এমনই বন্ধু থাকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।

দুই যুগের ক্যারিয়ারে পূর্ণিমা একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে তার অভিনীত তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো- ‘জ্যাম’, ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে