মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১১:২০:৪০

নারী ভক্তদের সঙ্গে ছবি তুলতেই সময় চলে যাচ্ছে : জায়েদ খান

নারী ভক্তদের সঙ্গে ছবি তুলতেই সময় চলে যাচ্ছে : জায়েদ খান

বিনোদন ডেস্ক : আমেরিকায় এসে মেয়েদের সঙ্গে ছবি তুলতে তুলতেই দিনের বেশির ভাগ সময় চলে যাচ্ছে―এমনটাই জানালেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত-সমালোচিত অভিনেতা। নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেন জায়েদ। নিউ ইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলে পড়েন।

তবে ভার্জিনিয়ার দর্শকরা জায়েদের নাচ উপভোগ করেছেন বলে জানালেন জায়েদ খান। এরই মধ্যে জায়দ খানকে নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা যায়। এর আগের দিনই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী পূজা চেরীকেও নায়াগ্রা জলপ্রপাতের নিকট দেখা গেছে। বিষয়টি কি কাকতালীয়? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান জানালেন, তিনি ঘোরারই সময় পাচ্ছেন না।

যুক্তরাষ্ট্রে যেখানে যাচ্ছেন সেখানেই মেয়েদের সঙ্গে ছবি তুলতে একটা বড় সময় খরচ হয়ে যাচ্ছে। জায়েদের ভাষ্য, নায়াগ্রা জলপ্রপাতের কাছে পূজা চেরীর সঙ্গে তার দেখা হয়নি। তবে অন্য অনেক মেয়ে তার সঙ্গে ছবি তুলেছে।
জায়েদ খান বলেন, ‘না, আমার পূজা চেরীর সঙ্গে দেখা হয়নি।

আসলে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তারপর সবাই মিলে। আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, দেখেন ছবিগুলো, তারপর বলেন, এত মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে