বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১১:২৮:২০

পাকিস্তানি ধর্মপ্রচারকের নামে ছেলের নাম রাখলেন সানা খান

পাকিস্তানি ধর্মপ্রচারকের নামে ছেলের নাম রাখলেন সানা খান

বিনোদন ডেস্ক: ধর্মপ্রচারকের পথে চলবেন বলে বিনোদন জগৎ ছেড়েছিলেন। মৌলানাকে নিকাহ করে শুরু করেছিলেন জীবনের নতুন অধ্যায়। কিছুদিন আগেই মা হয়েছেন সানা খান। সাধ করে সন্তানের নাম রেখেছেন সৈয়দ তারিক জামিল। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

নেটিজেনদের একাংশের দাবি পাকিস্তানের ধর্মপ্রচারকের নাম ছেলের নাম রেখেছেন সানা। অভিনয় ছাড়ার সময় সানা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বহু বছর ধরে বিনোদন জগতে ছিলেন তিনি। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন?

যেকোনও সময় মৃত্যু আসতে পারে। মানুষের কি এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? সেই ভাবনা থেকেই অভিনয় ছেড়ে দুবাইবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে নিকাহ করেন তিনি।

মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন সানা। জানিয়েছিলেন যে মা হতে চলেছেন তিনি। এপ্রিল মাসেই আবার এক ইফতার পার্টি থেকে তার ছবি ভাইরাল হয়। সেখানে অবশ্য বিতর্কের পাল্লাই ভারি ছিল! অন্তঃসত্ত্বা সানা খানকে পার্টি থেকে তার স্বামী মৌলানা মুফতি আনাস সৈয়দের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়। 

যা নিয়ে কম শোরগোল হয়নি নেটপাড়ায়। তার দুই মাস যেতে না যেতেই আনাস-সানার সংসারে খুদে সদস্যের আবির্ভাব। সম্প্রতি ছেলের নাম জানান সানা। কেউ কেউ দাবি করেন, পাকিস্তানের ধর্মপ্রচারক মৌলানা তারিক জামিলের নামে প্রাক্তন অভিনেত্রী নিজের ছেলের নাম রেখেছেন। 

যদিও সানা এর আগে জানিয়েছিলেন। একটি পবিত্র, ধার্মিক ও সৎ নাম রাখতে চেয়েছিলেন তিনি। তারিক শব্দের অর্থ স্নিগ্ধ আর জামিলের মানে সৌন্দর্য, এমনটাই জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে