বিনোদন ডেস্ক: কপিল শর্মা কণ্ঠশিল্পী। দুর্দান্ত কৌতুকশিল্পী। নতুন পরিচয়, অভিনয়েও বেশ ভাল। সেই প্রতিভার জোরেই তিনি অস্কার মঞ্চে জায়গা করে নিলেন। পরিচালক নন্দিতা দাস তাকে ক্যামেরায় ধরেছিলেন ‘জুইগাটো’ ছবিতে।
সেই ছবির চিত্রনাট্য সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার মঞ্চের সংরক্ষণশালায় জায়গা করে নিয়েছে। সোমবার সেই আমন্ত্রণ পেয়েছেন নন্দিতা। তাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে জানিয়েছেন অস্কার কর্তৃপক্ষ।
এখন বেসরকারি খাবারের অ্যাপের রমরমা। প্রতি সেকেন্ড লক্ষ লক্ষ মানুষের ভরসা এই জনপ্রিয় অ্যাপগুলো। কিন্তু যারা এই অ্যাপের খাবার সরবরাহকারী তাদের জীবন কেমন? সেই গল্প নন্দিতার ছবিতে। সমীর পাটিলের সঙ্গে ছবির গল্প বুনতেও সহযোগিতা করেছেন নন্দিতা।
কপিলের বিপরীতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী। চলতি বছরের মার্চে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ‘জুইগাটো’। সব বয়সের দর্শক ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন সমালোচকদরাও। যে কারণে ছবির চিত্রনাট্য জায়গা করে নিয়েছে অস্কার সংগ্রহশালায়। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।