বুধবার, ১২ জুলাই, ২০২৩, ০৩:২১:৫৬

আমরা যা হওয়ার হয়েছি, আর আপনি? থাক, না বলি: পূর্ণিমার উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী

আমরা যা হওয়ার হয়েছি, আর আপনি? থাক, না বলি: পূর্ণিমার উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল মঙ্গলবার। বিশেষ এই দিনে সহকর্মী-ভক্তদের ভালোবাসায় সিক্ত এ চিত্রনায়িকা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার সঙ্গে তোলা অনেক পুরনো একটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ছবিতে দেখা যাচ্ছে— মোবাইল ফোন থেকে সেলফি তুলছেন পূর্ণিমা। সেই সেলফিতে চঞ্চল চৌধুরী ছাড়াও ধরা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও চিত্রনায়ক ফেরদৌস।

ছবির ক্যাপশন রহস্যময় করে রাখলেন এ অভিনেতা। যেখানে তিনি লিখেছেন— পূর্ণিমা অনেক বছর আগে নিজে হাতে এই সেলফিটা তুলেছিলেন। অনেক বছর পার হয়ে গেছে, আমরা যা হওয়ার হয়েছি। আর আপনি? থাক, না বলি।

তার এই ক্যাপশন দেখে ভক্তরাও বুঝে নিয়েছেন, চঞ্চল যে অভিনেত্রীর বয়সের বিষয়টিই লুকাতে চেয়েছেন। তারা পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন পূর্ণিমা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে