বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ০১:৪৯:৪৩

শাহরুখ-সালমানকে নিয়ে বড় চমক প্ল্যান করছে যশরাজ ফিল্মস

শাহরুখ-সালমানকে নিয়ে বড় চমক প্ল্যান করছে যশরাজ ফিল্মস

বিনোদন ডেস্ক: বলিউড সিনেমায় শাহরুখ খান ও সালমান খানের যারা একনিষ্ঠ ভক্ত তাদের জন্য এবারের দীপাবলি আরও বিশেষ ধামাকাদার হতে চলেছে। নভেম্বরে কালীপুজোর সময়ই মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। 

যশ রাজ স্পাইভার্সের আগামী ছবিতে ফের সালমান-ক্যাটরিনা জুটি ফিরতে চলেছে। সঙ্গে বিশেষ চমক হিসেবে থাকবেন শাহরুখ খান। দর্শকরা আরও একবার শাহরুখ-সালমান ক্রসওভারের সাক্ষী থাকবেন। ফলে সবটা মিলিয়েই এই ছবি যে পুরো ধামাকাদার হতে চলেছে সেটা বেশ স্পষ্ট।

এবার জানা গেল এই ছবি নিয়ে আরও একটি বিশেষ চমক। সূত্রের খবর অনুযায়ী টাইগার এবং পাঠান দুজনেই মেগা দীপাবলি উদযাপনে সামিল হবেন কোথায়? যশ রাজ ফিল্মসের তরফে একটি ধামাকাদার দীপাবলি উদযাপনের আয়োজন করা হবে, সেখানে হাজির থাকবেন শাহরুখ খান এবং সালমান খান।

আপাতত যশ রাজ ফিল্মসের তরফে মুখে কুলুপ এঁটে রাখা হয়েছে। সূত্রের তরফে জানানো হয়েছে, 'এটা নিশ্চিত যে শাহরুখ খান টাইগার ৩ ছবিতে থাকছেনই। দুই তারকা মিলে এই ছবিতে হইচই করবেন। আর সেটার উদযাপন হবে এবার হলে।' 

এছাড়া তিনি আরও জানান, 'এবার ভারতের এই দুই সব থেকে বেশি চর্চিত এবং জনপ্রিয় তারকা দীপাবলিতে একসঙ্গে বড় পর্দায় আসছেন। ফলে সেই উপলক্ষ্যে ভারতের সব থেকে উৎসবকেও হয়তো দারুণ ভাবে উদযাপন করা হবে। আগামীতে সঠিক সময় সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে