বিনোদন ডেস্ক: প্রথম সন্তানের জন্ম দেওয়ার চার মাসের মাথায় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন বাঙালি অভিনেত্রী দেবিনা ব্যানার্জী। ঘটনা গত বছর আগস্টের। তিন মাসের মাথায় প্রি-ম্যাচিওর কন্যা সন্তানের জন্ম দেন দেবিনা।
এত কম সময়ে দু-বার মা হওয়া নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে, আর বর্তমানে প্রসব পরবর্তী শারীরিক গঠন নিয়ে বিদ্রুপের শিকার হচ্ছেন দেবিনা। তাকে ‘বাচ্চা হাতি’, ‘জলহস্তি’, এমন নানান কটূক্তি করা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। এবার এই ট্রোলিং নিয়ে মুখ খুললেন গুরমিত ঘরণী।
নিজের সাম্প্রতিক ভ্লগে নিন্দকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দেবিনা। তিনি বলেন, ‘এই যো আপনারা আমাকে বাচ্চা হাতি, ছোটো হাতি— এই সব বলেন, কেন জানি না এগুলো আমার কানে এখন সঙ্গীতের মতো বাজে। আমি যখনই সেটা শুনি, মনে মনে ভাবি পরিশ্রম করা থামানো যাবে না। যখন সমাজ তোমাকে কটাক্ষ করবে, সেটা ইতিবাচকভাবে নিতে হবে এবং নিজের সেরা রূপটা সামনে আনতে হবে।’
এরপর দুই মেয়ের মা জানান, ‘পেটের নীচের অংশের মেদ কমানোটা সবচেয়ে কঠিন, তবে আমি সেটাও করব। গালি আসতে থাকুক। তাহলেই আমি আরও বেশি করে অনুপ্রেরণা পাব। আমি ঢিলেঢালা পোশাক পরে সহজেই শরীরের মেদ লুকাতে পারি, কিন্তু সেটা তো ছদ্মবেশ। আমি চাই আবার বিকিনি পরতে…. যেমনটা আমি মলদ্বীপে পরেছিলাম, সেই স্বপ্ন নিয়েই পরিশ্রম জারি রয়েছে’।
গত বছর এপ্রিলে প্রথম কন্যা সন্তান লিয়ানার জন্ম দেন দেবিনা। সাত মাসের ব্যাবধানে তাঁর কোল আলো করে আসে দিবিশা। মা হওয়ার বেশ কয়েক বছর আগে থেকেই অভিনয় থেকে দূরে দেবিনা, তবে নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত ভ্লগ আপলোড করেন।
নিজের সাম্প্রতিক ভ্লগে অভিনেত্রী জানিয়েছেন, মেয়েদের দেখভালে কোনও খামতি রাখতে চান না তিনি। নিয়ম করে দুই মেয়ের জন্য চারবেলার খাবার তৈরি করছেন, তার সঙ্গে নিজের রোজনামচাও বজায় রাখছেন। নিয়মিত ওয়ার্ক আউট করছেন।