বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ০৫:৫০:১১

নতুন সিনেমার জন্য ১০০ কোটি নিলেন প্রভাস

নতুন সিনেমার জন্য ১০০ কোটি নিলেন প্রভাস

বিনোদন ডেস্ক: একের পর এক ছবি ফ্লপ। 'আদিপুরুষ' তো ডাহা ফ্লপ বক্স অফিসে। বাহুবলির পর তেমন একটা ভালো ব্যবসা কোনও সিনেমা করেনি। তবুও পারিশ্রমিক কমাচ্ছেন না দক্ষিণী তারকা প্রভাস। পর পর ছবি সইও করছেন। 

সূত্র বলছে, আগামী ছবি ‘সালারে’র জন্য নাকি একশো কোটি টাকা নিয়েছেন প্রভাস! আর শুধু তাই নয়, শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি এই পারিশ্রমিকে আরও দুটো ছবি সই করেছেন দক্ষিণী এই তারকা। প্রকাশ্যে এসেছে প্রভাসের নতুন ছবি সালার-এর ফার্স্টলুক। 

সাদা কালো পোস্টারে প্রভাসের হাতে ধারালো অস্ত্র। ‘আদিপুরুষে’র রামের অবতার একেবারে ঝেড়ে ফেলে প্রভাস যেন আবার ‘বাহুবলী’। ছবিটির টিজার মুক্তি পাবে ৬ জুলাই। ছবিটির পরিচালক প্রশান্ত নীল।

উল্লেখ্য, ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই ছবি নিয়ে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। যশের চরিত্রের সঙ্গে প্রভাসের চরিত্রকে মিলিয়ে দেওয়া হয়েছে এই ছবিতে। তবে টিজারে প্রভাসকে না দেখতে পেয়ে খানিক হতাশই হয়েছেন ভক্তরা। এই ছবিতে শ্রুতি হাসানও রয়েছেন। চলতি বছর ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে