বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ০৮:১২:৪০

শাহরুখ যাকে সবচেয়ে মিষ্টি আর যাকে পাগল অভিনেতা বললেন

শাহরুখ যাকে সবচেয়ে মিষ্টি আর যাকে পাগল অভিনেতা বললেন

বিনোদন ডেস্ক: প্রকাশ হয়েছে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’-এর প্রথম ট্রেলার। প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলে ফেলেছে ‘জওয়ান’। শুধু শাহরুখ ভক্তদের মাঝেই নয়, সিনেমাপ্রেমী সব শ্রেণির দর্শকের মাঝেই নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে ‘জওয়ান’। বলিউড ও দক্ষিণের যৌথ মিশ্রণে ‘জওয়ান’ হতে যাচ্ছে এ বছরের অন্যতম মাসালা এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র।

শাহরুখ খানের সঙ্গে পর্দা কাঁপাতে প্রস্তুত দক্ষিণের নয়নতারা, বিজয় সেতুপাতির মতো তারকারা।  সম্প্রতি শাহরুখ খান টুইটারে একটি ‘আস্ক এসআরকে’ সেশন পরিচালনা করেছিলেন। যেখানে ভক্ত-অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন কিং খান। সেশনে তিনি ‘জওয়ান’ সম্পর্কে কথা বলেছেন এবং অ্যাটলির পরিচালনায় নয়নতারা ও বিজয় সেতুপাতির সাথে কাজ করতে কেমন লেগেছে তাও প্রকাশ করেছেন।

দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপাতির সাথে প্রথমবারের মতো পর্দা শেয়ার করছেন শাহরুখ খান। ‘জওয়ান’ প্রিভিউয়ের পরে যা সোমবার এটি টুইটারের শীর্ষ ট্রেন্ড হয়ে ওঠে। বৃহস্পতিবার শাহরুখ তার বিখ্যাত ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন যেখানে তিনি ‘জওয়ান’ সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সহ-অভিনেত্রী নয়নতারা ও বিজয় সেতুপাতি সম্পর্কে শাহরুখ খান লিখেছেন, “নয়নতারা সবার মধ্যে সবচেয়ে মিষ্টি।

অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা তার প্রতি। বিজয় স্যার দুর্দান্ত একজন অভিনেতা। বলা যায় ‘পাগল’ অভিনেতা। আসলে উভয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।” সোমবার (১০ জুলাই) মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’-এর ট্রেলার।

আর মুক্তির পরপরই একরকম টর্নেডোর মতো ছুটছে ‘জওয়ান’। শাহরুখ খান, বিজয় সেতুপাতি, নয়নতারা, প্রিয়ামণি, সানায়া মালহোত্রাসহ বিশাল তারকা কাস্টের ঝলক আর সেই সঙ্গে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি। ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য আর কিং খানের চমকে দেওয়া লুক। সব মিলিয়ে ‘জওয়ান’-এর ট্রেলার ছিল বছরের অন্যতম বড় চমক। 

ইন্টারনেটে হিট হওয়ার পাশাপাশি এটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এবং এটি এক দিনে সবচেয়ে বেশিবার দেখা ট্রেলারগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে