শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ০২:২৮:৩২

'এতো ভালো ছেলে হওয়ার দরকার নেই,' কেএল রাহুলকে সুনীল শেট্টি

'এতো ভালো ছেলে হওয়ার দরকার নেই,' কেএল রাহুলকে সুনীল শেট্টি

বিনোদন ডেস্ক: ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার কেএল রাহুল। যদিও আইপিএলে পাওয়া চোটের কারণে দীর্ঘদিন রয়েছেন মাঠের বাইরে। সম্প্রতি অস্ত্রোপচারও হয় তাঁর। এখন ধীরে ধীরে সেরে উঠছেন। 

যত জলদি সম্ভব জাতীয় দলে কামব্যাক করাই এখন রাহুলের লক্ষ্য। আর এই কঠিন সময়ে মেয়ে আথিয়াকে স্বামীর পাশে থাকার পরামর্শ দিয়ে চলেছেন সুনীল শেট্টি। অভিনেতা বিশ্বাস করেন তাঁর জামাই একজন ‘ভালো মানুষ’। আর তাঁর মেয়ে নিজের জন্য এমন সঙ্গী পেয়ে ‘ধন্য’। 

চলতি বছরেই গাঁটছড়া বাধেন কেএল রাহুল আর আথিয়া শেট্টি। ২৩ জানুয়ারি সুনীলের খান্ডালার ফার্ম হাউজে সাত পাকে ঘোরেন আথিয়া আর রাহুল। খুব ব্যক্তিগত পরিসরেই হয়েছিল আয়োজন। হাজির ছিলেন দুই পরিবারের সদস্য আর কাছের বন্ধুরা। 

সম্প্রতি এক সাক্ষাৎকার মেয়ে আর জামাইকে নিয়ে কথা বলতে শোনা গেল সুনীল শেট্টিকে। অভিনেতা জানান, মেয়ে যখন প্রথম তাকে বলিউডে পা রাখার কথা বলেন তখন তার প্রথমেই পরামর্শ দিয়েছিলেন সাফল্য নিয়ে ভয় পেলে চলবে না। ব্যর্থতাকে গ্রহণ করার মনোভাব রাখতে হবে। 

সঙ্গে আথিয়াকে বিয়ে নিয়ে সুনীলের পরামর্শ, ‘এমন একজন হতে হবে যে নিজের সঙ্গীকে আন্ধভাবে বিশ্বাস করে। সঙ্গে মনে রাখতে হবে তিনি একজন ক্রীড়াবিদ। তাকে অনবরত ভ্রমণ করতে হবে। তুমি সবসময় তার সঙ্গে থাকতে পারবে না। তবে যাই হোক, পাশে থাকতে হবে।’ 

সুনীল বলেন, ‘অভিনেতার মতো তারাও জীবনে অনবরত ওঠাপড়ার মুখোমুখি হয়। আমি সুনীল গাভাস্কারকে বিশ্বাস করতাম। মৃত্যুর আগের দিন অবধি উনিই আমার হিরো থাকবেন। ওঁর জন্য মারামারি করেছি। কোনও নতুন কেউ ওঁর জায়গা নিতে পারেনি। তবে বর্তমান সময়ে পরিস্থিতি ভীষণ কঠিন। ঘৃণা সর্বত্র। খুব ভীতিকর একটা সময়।’

এর আগেও দরাজ গলায় সুনীলকে প্রশংসা করতে দেখা গিয়েছে কেএল রাহুলের। এবার তাকে বলতে শোনা গেল, ‘এমন ভালো মানুষ হওয়ারও দরকার নেই যে আপনার কাছে এসে নিজেকে নিকৃষ্ট মনে হবে। এত ভালো ছেলে হওয়ার দরকার নেই। আমি সবসময় আথিয়াকে বলি যে তুমি ধন্য। ওকে বলে দেই তোমার কপাল ভালো হতে পারে, ওর অতটাও নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে