বিনোদন ডেস্ক: ১৪ জুলাই, অর্থাৎ আজকেই মুক্তি পাচ্ছে করোক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ ‘ক্ষ্যাপা’ সিজন ৪। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিজটি আড্ডাটাইমসে মুক্তি পাবে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ভরত কল, দেবলীনা দত্ত, পুশন দাশগুপ্ত, আর্য দাশগুপ্ত, অলিভিয়া সরকার প্রমুখ।
এই সিরিজ মুক্তি পাওয়ার আগেই মুখোমুখি হয়েছিলেন মারিয়াম মুর্শিদাবাদী ওরফে দেবলীনা দত্ত। এতগুলো বছর কেটে গেল এই ইন্ডাস্ট্রিতে। আপনাকে কখনও সেই অর্থে লিড মহিলা চরিত্রে দেখা যায়নি দু একটা ছাড়া। কখনও আফসোস হয় না?
জবাবে দেবলীনা বলেন, ‘অনুব্রত ভালো আছো’, বা এমন কিছু ছবিতে প্রধান নারী চরিত্র করেছি বটে, কিন্তু সেটা ভীষণই কম। আমার অনেক চরিত্র নিয়েই অনেক আফসোস আছে, কিন্তু ওয়েব বলুন বা টিভি বা সিনেমায় যে ধরনের চরিত্র পাই আমি সেগুলো এত চ্যালেঞ্জিং, এত শেডের যে সেই আফসোসটা ব্যালেন্স হয়ে যায়।
তিনি বলেন, এই তো মারিয়াম মুর্শিদাবাদীর চরিত্রটাই দেখুন। এছাড়া টেলিভিশনে এখন যে চরিত্র করছি সেখানেও আমায় এক নতুন লুকে দেখা যাচ্ছে যা আগে কখনও কেউ দেখেনি। ফলে এই চরিত্রগুলো আসে আমার কাছে, আমার মতো একজন সুপ্রতিষ্ঠিত নায়িকার কাছে এই প্রস্তাব এলে নিজেকে ভেঙে নতুন ভাবে তুলে ধরি। এগুলো তো সবাই পায় না। তবে হ্যাঁ, আফসোস তো আছেই।