বিনোদন ডেস্ক: প্রয়াত ভারতীয় অভিনেতা রবীন্দ্র মহাজানি। শুক্রবার বর্ষীয়ান অভিনেতার পুণের তালেগাঁওয়ের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, বিগত আট মাস ধরে মুম্বাইয়ের এক আবাসনে একা থাকছিলেন রবীন্দ্র।
কয়েক দিন ধরেই তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। শুক্রবার সাড়ে চারটা নাগাদ প্রতিবেশীরা পুলিশকে খবর হয়। এর পরেই অভিনেতার মৃতদেহ পাওয়া যায়।
তালেগাঁও এমআইডিসি পুলিশ স্টেশনের একটি টিম রবীন্দ্রের ফ্ল্যাটে এসে পৌঁছয়। এরপর দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মনে করা হচ্ছে, মৃতদেহটি পাওয়ার তিন দিন আগে মৃত্যু হয়েছে অভিনেতার। রবীন্দ্রের পরিবারকে তার মৃত্যুর বিষয়ে খবর দেওয়া হয়।
আপাতত অভিনেতার দেহের পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। সাতের দশক থেকে মারাঠি ইন্ডাস্ট্রির অংশ রবীন্দ্র। দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবি করেছেন রবীন্দ্র। সেগুলির মধ্যে রয়েছে ‘মুম্বাইচা ফৌজদার’, ‘কালাত নাকালাত’। ২০১৯ সালে ‘পানিপথ’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। রবীন্দ্রের ছেলে গষ্মীর মহাজনিও একজন অভিনেতা।