বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক শেখর রায়ের স্ত্রী অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি নিয়ে দিন-রাত চর্চা লেগেই রয়েছে৷ সম্প্রতি স্বামী ও স্ত্রীর সম্পর্ক নিয়ে মুখ খুলেই চর্চায় উঠে এসেছেন সুচিত্রা৷ এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী৷
সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন সুচিত্রা৷ বাবা ও মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন সুচিত্রা৷ সুচিত্রা কাস্টিং কাউচ নিয়ে বলেন, আমি এক পরিচালকের সঙ্গে দেখা করেছিলাম একবার এবং তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি সবচেয়ে কার কাছের? মায়ের না বাবার৷
সুচিত্রা আরও বলেন মিটিংটা বেশ অনেকক্ষণ ধরেই চলছিল৷ তাকে বলেছিলাম, বাবা আমার খুব কাছের৷ পরিচালক তারপরেই আমাকে বলেন, তাহলে বাবাকে ফোন করো এবং বল আমি তোমাকে আগামীকাল সকালে বাড়ি দিয়ে আসবো৷
সুচিত্রা আরও বলেন, প্রথমে বুঝতে না পারলেও পরে ভেবেছিলাম এই মানুষটার সঙ্গে আমি এখানে সারারাত কী করব৷ তারপরই বুঝলাম কী করতে চাইছেন তিনি৷ কান্নাকাটি করতে শুরু করেছিলাম৷ তারপরই সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে বাড়ি আসছি বলে বেরিয়ে গেছিলাম৷