বিনোদন ডেস্ক: খাতায় কলমে বয়স ৫৭, এখনও সালমান খান অবিবাহিত। নিজেকে দাবি করেন ভার্জিন। যদিও তার প্রেমিকার খামতি কোনওদিনই ছিল না। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, সালমানের মন জুড়ে নিত্য আনাগোনা ছিল তাদের।
তবে জানেন কি, একবার বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে সালমান দিয়েছিলেন এক বিতর্কিত উত্তর। ‘দশ কা দম’ নামে এক রিয়ালিটি শো’য়ে একবার কঙ্গনা রানাওয়াত ও সালমান হাজির হয়েছিলেন। হাজির হয়েছিলেন এক জ্যোতিষীও।
কঙ্গনা তাকে অনুরোধ করেন, সালমানের কবে বিয়ে হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার জন্য। সেই জ্যোতিষী অনুমান করেন, ৪৯ বছরে বিয়ে হবে তার। তিনি এও জানান, তার হবু স্ত্রী এই ইন্ডাস্ট্রির অর্থাৎ ফিল্মি জগতের সঙ্গে সম্পর্কিত হবেন না।
সেই শুনে সালমান স্পষ্ট উত্তর দেন, “যদি সে এই ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব।” এই বক্তব্যের পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। সালমানের হবু স্ত্রীকে নিয়ে যখন ওই জ্যোতিষী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সালমানও।
অভিনয় জীবনে বারেবারেই বিতর্কে জড়িয়েছেন সালমান। বারেবারেই তাকে নিয়ে রটেছে অনেক রটনা। অভিযোগ উঠেছে প্রেমিকাকে মারধরেরও। যদিও সালমানের বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কেউ কোনওদিন কোনও মন্তব্য করতে সাহস পাননি।