বিনোদন ডেস্ক: ২০২০ সালেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছেন। বলিপাড়ায় জোর গুঞ্জন আমির আলির সঙ্গে বিয়ে ভাঙার পরে নতুন করে প্রেমে পড়েছেন সানজিদা শেখ।
বি-টাউনের খবর, হর্ষবর্ধন রানের সঙ্গে নাকি প্রেম করছেন সানজিদা। বেশকিছুদিন আগে সানজিদা ও হর্ষবর্ধনের একান্তে বেড়াতে যাওয়ার একাধিক ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে সানজিদা শেখ ও হর্ষবর্ধন রানেকে জঙ্গল সাফারি করতে দেখা যায়।
যদিও এই খবর ছড়ানোর জন্য সংবাদমাধ্যমকে দায়ী করেন হর্ষবর্ধন রানে। তবে রানে কিংবা সানজিদা কেউই প্রেমের খবর অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। এদিকে প্রাক্তন স্ত্রী সানজিদার নতুন প্রেম নিয়ে প্রশ্ন করা হয় অভিনেতা আমির আলিকে।
আমির আলি এবিষয়ে বলেন, ‘এটা একটা উন্মুক্ত পৃথিবী। আমি চাই যে যেভাবে চান খুশি থাকুক। আমি জানি না ও কারোর সঙ্গে ডেটিং করছে কিনা! ও যেভাবে চায়, ভালো থাকতে পারে। আমি ওর জন্য খুশিই হব।’
এদিকে নতুন প্রেমের বিষয়ে সানজিদা শেখ মুখ খুলতে চাননি। তবে সানজিদা সম্প্রতি তার ডেটিং গুজবে প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যালে লেখেন, ‘গোপনীয়তাই শক্তি'। অন্যদিকে হর্ষবর্ধন রানে বলেন, 'এধরনের খবরে আমাকে বিরক্ত হই না।'