বিনোদন ডেস্ক: স্বস্তিকা মুখার্জীকে নিয়ে চর্চার শেষ নেই। তাই নিয়ে তার মাথাব্যথাও নেই। কখনও তার টক-মিষ্টি-ঝাল কথার ঝাঁঝে কুপোকাত বিরোধী পক্ষ। সেই স্বস্তিকাই স্নেহময়ী সারমেয় দেখলে। এই যেমন ‘দুর্গাপুর জংশন’-এর শুটের কথাই ধরুন।
বোলপুরে শুট চলছে। নায়িকার বিপরীতে নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। ব্যস্ততার মধ্যেই ছোট্ট অবসর। নায়িকা খোলা প্রান্তরে টুলের উপরে বসে। তার পায়ের কাছে এক পথপশু। কোলের কাছে এসে মাথা ঘষতেই এক অন্য স্বস্তিকা!
গলার, মাথায় ক্রমাগত হাত বুলিয়ে আদর করে গিয়েছেন। অনুরাগীদের জানিয়েছেন, তাকে দেখলেই কীভাবে ছুটে আসে এই সারমেয়। তার একটাই বায়না। স্বস্তিকাকে প্রচুর আদর করতে হবে।
অনুরাগীরা জানেন, নায়িকা সারমেয় ভালবাসেন। শুধুই পোষ্য নয়, পথপশুদেরও। তাদের কিছু হলেই তিনি ঝাঁপিয়ে পড়েন এবং স্বস্তিকার কথায় ওরাও তার খুবই ‘গায়ে পড়া’! এটা স্বস্তিকার কোমল রূপ। তাঁর কাঠিন্য কেমন?
হইচই ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ ‘নিখোঁজ’ আসছে। সেখানে তিনি কর্মরত একা মা। সেই সূত্রেই দিন তিনেক আগে সরব তিনি। ‘একা মা’কে কত রকমের জ্বালতন সহ্য করতে হয়? নমুনা পেশ করেছেন। কখনও শুনতে হয়, মেয়েটা কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কী করে যাচ্ছে, গাড়িতে না বাইকে যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি।
তার কটাক্ষ, এগুলো না জানলে মানুষের খাবার হজম হয় না! তার পেশা, ব্যস্ততা নিয়ে নায়িকার সমস্যা নেই। তার সন্তানেরও না। যত সমস্যা চারপাশের মানুষের। বর তো পালিয়েছে! বিয়ের কথা ভাবছেন নাকি প্রেমিক আছে? সন্তানকে একা হাতে সামলাতে পারেন? ভাইরাল ভিডিও দেখুন...