বিনোদন ডেস্ক: শান্তিপ্রিয়া, বলিউড অভিনেত্রী যিনি ১৯৯৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইক্কে পে ইক্কা ছবিতে। অভিনেতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, শান্তি ছবির সেটে তাঁর ‘খারাপ অভিজ্ঞতা’ নিয়ে কথা বলেছেন।
অক্ষয় কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শান্তিপ্রিয়া। তিনি দাবি করেছেন যে কীভাবে অক্ষয় তার ত্বকের রং সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে অভিনেতা সকলের সামনে অভিনেত্রীর ‘কালো রং’ নিয়ে মন্তব্য করেছেন। যা সত্যিই অপমানজনক।
অভিনেত্রী বলেন, ‘অক্ষয়ের সঙ্গে ইক্কে পে ইক্কার ক্লাইম্যাক্স দৃশ্যে আমরা সকলে মিলে শ্যুটিং করছিলাম। আমি একটি ছোট পোশাক পরেছিলাম। কারণ সেখানে আমার চরিত্রটি একজন গ্ল্যামার গার্লের ছিল। আমি একটি ফিট শর্ট পোশাক এবং স্টকিংস পরেছিলাম এবং আমার হাঁটু খানিকটা বেরিয়েছিল। আর সেখান থেকেই শুরু। সমানে মজা শুরু।’
শান্তিপ্রিয়া বলেন, ‘আপনি মজা করুন ঠিক আছে। কিন্তু, যখন একশ জন লোক একসঙ্গে রয়েছে, তখন আপনি এরকম বলতে পারেন না। তিনি হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, ‘শান্তি, তোমার হাঁটুতে আঘাত লেগেছে?’ আমি তো অবাক। খুঁজতে শুরু করলাম কোথায় এবং তারপর তিনি বললেন ‘দেখ কত কালো’ এবং সবাই কথাটা শুনে হেসে উঠেছিল।’
শান্তি নয়ের দশকে বডি শেমিং নিয়ে আরও কিছু কথা বলেছেন এবং দাবি করেছেন যে কীভাবে দক্ষিণের চলচ্চিত্রের পরিচালকরা তাদের সিনেমার জন্য ‘মোটা মেয়ে’ চেয়েছিলেন। ‘নয়ের দশকে কোনও বডি শেমিং ছিল না। তারা সুন্দর মোটা মেয়েদের চেয়েছিল, অন্ততঃ দক্ষিণে। যখনই তারা স্লিম এবং ট্রিম মেয়ে চাইত, তখনই তারা বোম্বে আসত এবং এখান থেকে মেয়েদের বাছাই করত। বোম্বের মেয়েরা চলেও যেত।'
অভিনেত্রী আরও বলেন, 'যেসব মেয়েরা সুন্দর ‘হাট্টা কাট্টা’ ছিল, তাদের দক্ষিণের ইন্ডাস্ট্রি হাসিমুখে গ্রহণ করত। তারা সুন্দর আম্রপালি পোশাক পরবে। আমি নিজে কয়েকটি সিনেমা করেছি, আমার বোন ভানুপ্রিয়া অনেক সিনেমা করেছেন।'