সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ১০:৪৫:২৫

অভিনয় করতে পারি, তবে বাস্তবে কখনই করবো না: অভিষেক বচ্চন

অভিনয় করতে পারি, তবে বাস্তবে কখনই করবো না: অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক: উত্তরপ্রদেশের এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াবেন। অভিষেক বচ্চন রাজনীতিতে যোগদান করতে চলেছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা স্বয়ং। গোটা খবরটাকেই তিনি ভুয়ো বলেছেন। 

তিনি বলেন, ‘‘এটা একেবারে অসত্য, এমন কোনও কিছু হচ্ছে না।’’ অতীতে এক সাক্ষাৎকারে অভিনেতা তার রাজনীতিতে যোগদান প্রসঙ্গে বলেন, ‘‘আমার মা-বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, আমি কখনই এটা করব না। আমি রাজনীতিকের চরিত্রে অভিনয় করতে পারি, তবে বাস্তব জীবনে কখনই নয়।’’

শনিবার আচমকাই শোনা যায়, রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিষেক বচ্চন। আগামী বছর লোকসভা নির্বাচন, সেই কথা মাথায় রেখেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। শোনা যাচ্ছিল, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে নাকি ভোটে লড়বেন জুনিয়র বচ্চন।

অতীতে অমিতাভ বচ্চনও এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, বিপুল ভোটে জয়ী হন তিনি। অবশ্য মাত্র তিন বছরের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান বিগ বি। অন্য দিকে, ২০০৪ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত জয়া বচ্চন। 

সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সদস্য তিনি। তাহলে কি এ বার মায়ের পর সংসদীয় রাজনীতিতে নামতে চলেছেন ছেলে? উত্তর দিলেন তারকা-পুত্র। গোটা খবরটাকেই ভুয়ো বলেছেন অভিষেক বচ্চন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে