বিনোদন ডেস্ক: টালমাটাল আফগানিস্তান থেকে পালিয়ে চলে এসেছিলেন পাকিস্তানে কিন্তু শেষ রক্ষা হল না। গুলি করে হ'ত্যা করা হলো জনপ্রিয় আফগান গায়িকা হাসিবা নুরিকে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানে।
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন হাসিবার অনুরাগারী। জানা গিয়েছে, ২০২১ সালে বাঁচার জন্য পাকিস্তানে এসে আশ্রয় নিয়েছিলেন হাসিবা। তারপর থেকে পেশোয়ারে ছিলেন তিনি। সেখানেই অজ্ঞাত পরিচয় দু'ষ্কৃ'তী গায়িকাকে গু'লি করে হ'ত্যা করে।
ঘটনার পরই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এসে গায়িকার মৃ'তদেহ উ'দ্ধার করে ময়'নাতদ'ন্তের জন্য নিয়ে যায়। পাকিস্তানের আসার পর থেকে আফগানিস্তানে তা'লিবা'নি শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাসিবা।
এমনকী, সাক্ষাৎকার দিতে গিয়েও একাধিকবার নিজের দেশের নারীদের দু'র্দ'শার কথা বলেছেন। কীভাবে তা'লি'বানরা নারীদের উপর অ'ত্যা'চার করে চলেছে সেকথাও জানান। মনে করা হচ্ছে, এর জন্যই গায়িকা বহুদিন ধরে তা'লি'বা'নদের হি'ট লিস্টে ছিলেন।
শোনা যায়, কিছুদিন আগে একটি টিকটক ভিডিও আপলোড করেছিলেন হাসিবা। তা থেকেই তার লোকেশন জানতে পেরে যায় দু'ষ্কৃ'তীরা। সুযোগ পেয়েই নি'শা'না সা'ধে। গু'লির আ'ঘা'তে মাটিতে লুটিয়ে পড়েন গায়িকা। হাসিবার এমন মৃত্যু তার অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। সেই সাথে পাকিস্তানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।