সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ০৪:৩৬:৩৫

শাহরুখ খানের কাছে সত্যিটা জানতে চান কাজল

শাহরুখ খানের কাছে সত্যিটা জানতে চান কাজল

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় রোমান্টিক জুটি বললে যে যে নাম উঠে আসবে তারমধ্যে প্রথম সারিতেই থাকবে শাহরুখ-কাজলের নাম। তবে শুধু পর্দাতেই নয়, বাস্তবেও শাহরুখ খান এবং কাজলকে একসঙ্গে দেখতে পছ্ন্দ করে অনুরাগীরা।  

পর্দার বাইরে তারা একে অপরের ভীষণ কাছের বন্ধু। নানা সাক্ষাৎকারে উঠে আসে তাদের বন্ধুতার গল্প। দুইজনকেই দুইজনের কাজের ভূয়সী প্রশংসা করে থাকেন। এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছে শাহরুখের ‘পাঠান’। এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ১০০০ কোটি টাকা। 

এবার এই বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলে বিপাকে কাজল। দীর্ঘ ৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালের শুরুতেই পর্দায় ফেরেন শাহরুখ খান। পাঠানের হাত ধরে বক্স অফিসে ঝড় তোলেন অভিনেতা। সারা বিশ্বে এই ছবির আয় ১০০০ কোটি টাকা। কিন্তু এবার এই অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছেন শাহরুখের অন্যতম কাছের বন্ধু কাজল।

সম্প্রতি কাজলের করা একটি মন্তব‍্যে এমনই ইঙ্গিত পেয়েছেন নেটিজেনেরা। ‘দ‍্য ট্রায়াল’ দিয়ে প্রথমবার ওটিটিতে পা রাখেন কাজল। এই ওয়েব সিরিজের প্রচারেই এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যটি করে বসেন কাজল৷

সাক্ষাৎকারে সঞ্চালক কাজলকে প্রশ্ন করেন ‘‘শাহরুখকে কী প্রশ্ন করতে চান?’’ প্রথমে এই প্রশ্নের জবাব দিতে চাননি কাজল তারপর আচমকাই অভিনেতা বলেন ,‘‘পাঠানের সত্যিই বক্স অফিস কালেকশন কত?’’

এরপরেই কাজলের মুখে সেই চেনাপরিচিত হাসি৷ কাজল হয়তো মজার ছলেই এই কথা বলেছেন, তবে নেটিজেনরা বিষয়টি ভালো চোখে দেখেনি। বিশেষত এই মন্তব্য শুনে রেগে লাল কিং খানের ফ্যানেরা। 

এই ভিডিয়োটি ঘিরে বিতর্ক দানা বাঁধে৷ ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। খবর ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কাজলের সঙ্গে একমত হয়ে মনে করছেন পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ পাশাপাশি অনেকেই আবার ব্যাপারটাকে নেহাত মজা বলেই ভেবেছেন৷ 

শাহরুখের কিছু ফ্যানের দাবি, যতটা বলা হয়েছে পাঠানের আয় আসলে তার চেয়ে বেশি৷ কেউ আবার ভাবছেন শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুলছেন কাজল। তবে অনেকেই বুঝেছেন যে বন্ধুর সঙ্গে মজা করতেই এই প্রশ্ন করেছেন কাজল কারণ ঐ সাক্ষাৎকারেই অভিনেত্রী জানিয়েছিলেন যে পাঠানের সাফল্যে তিনি শাহরুখের জন্য খুবই খুশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে