বিনোদন ডেস্ক: এক সময়ের কাছের বন্ধু। হানি সিং ও র্যাপার বাদশা। দুইজনেই ভারতের প্রতিষ্ঠিত র্যাপার। যদিও হানির শুরুটা হয়েছিল বাদশাহের বেশ কয়েক বছর আগে। তারপর র্যাপার হিসেবে পরিচিতি পান বাদশা, রফতারের মতো তারকারা।
একদা বন্ধু ছিলেন হানি এবং বাদশা। বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। দেখা হলেও এড়িয়ে যান একে অপরকে কিন্তু, কী কারণে নষ্ট হল বন্ধুত্ব? তাদের বন্ধুত্বহানির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন বাদশা।
২০০৬ সালে ‘মাফিয়া মুন্ডের’ নামে একটি ব্যান্ড শুরু করেন তারা। মাঝের তিন বছর ঠিকঠাক চললেও ২০০৯ সাল থেকে শুরু অশান্তি। একটা সময় ভেঙে যায় সেই ব্যান্ড। প্রথমে হানি এবং বাদশার উদ্যোগে এই ব্যান্ডের পথচলা শুরু হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে যুক্ত হন রফতার, ইক্কা, লিটল গুরুর মতো র্যাপারেরা।
তবে সেই ব্যান্ড ভেঙে যায় ২০১২ সালে, শুধুই হানির আত্মকেন্দ্রিক ব্যবহারের কারণে। বাদশা বলেন, ‘‘২০০৯ সালে থেকে শুরু হয় মতপার্থক্য। আমি অনেক বার হানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। প্রতি বার এড়িয়ে যেতেন। ফোন করলে ধরতেন না।”
তিনি বলেন, “শেষ পর্যন্ত হানি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠলেন যে নিজের কেরিয়ার ছাড়া আর কিছুই ভাবতে পারছিলেন না। আমার মনে হয় ওঁর এতটা আত্মকেন্দ্রিক হওয়ার দরকার ছিল না। মুখে আমাদের ভাই বলছেন, এদিকে আমাদের কাজকে মান্যতা দিতে চাইছেন না। শেষমেশ সব ছেড়েছুড়ে দিয়ে এখানে এসেছি।’’
বাদশা জানান, সেই সময় হানি তাকে দিয়ে খালি চুক্তিপত্রেও স্বাক্ষর পর্যন্ত করিয়ে নেন। ব্যস, তারপর তাদের ব্যান্ড এবং বন্ধুত্ব দুইয়ের সমাপ্তি ঘটে। একদা বন্ধু হলেও বর্তমানে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে।